#মুম্বই: জানেন রিজার্ভ ব্যাঙ্কের আমদানি কী করে হয় ? আর কেনই বা ডিভিডেন্ড হিসেবে তাদের সরকারকে টাকা দিতে হয় ? রিজার্ভ ব্যাঙ্কের আয় সাধারণত সরকারি বন্ড, সোনার উপর করা ইনভেস্টমেন্ট এবং বিদেশি মার্কেটে ফোরেক্স ও বন্ড ট্রেডিং থেকে হয়ে থাকে ৷ এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক মোটা অঙ্কের টাকা আয় করে থাকে ৷ নিজের দরকারের পর যে সারপ্লাস টাকা থাকে আরবিআই-এর কাছে, সেটা তারা সরকারকে ট্রান্সফার করে থাকে ৷
CNBC TV18-র খবর অনুযায়ী, এবছর আরবিআই সরকারকে ৫৭০০০ কোটি টাকা ডিভিডেন্ড হিসেবে দিতে চলেছে ৷
ডিভিডেন্ড কী? বেশ কিছু সংস্থা তাদের প্রোফিট থেকে সময় সময়ে শেয়ারহোল্ডারদের কিছু অংশ দিয়ে থাকে ৷ লাভের কিছু অংশ ডিভিডেন্ড হিসেবে শেয়ারহোল্ডারদের দিতে হয় ৷ এই ভাবেই আরবিআই-ও তাদের লাভের অ্যামাউন্ট থেকে কিছু অংশ সরকারকে দিয়ে থাকে ৷
রিজার্ভ ব্যাঙ্কের ৪ ধরনের অ্যাকাউন্ট হয় ৷ 2017-18 এর তথ্য অনুযায়ী, রিজার্ভ ব্যাঙ্কের কাছে প্রায় ৯ লক্ষ ৬০ হাজার কোটি টাকা রিজার্ভ রয়েছে চারটি অ্যাকাউন্টে ৷
আরবিআই-এর কাছে ৬.৯৫ লক্ষ কোটি টাকা মুদ্রা ও গোল্ড স্টক রয়েছে ৷ অর্থাৎ এই টাকার সোনা ও নোট-কয়েন রয়েছে তাদের কাছে ৷
অ্যাসেট ডেভেলপমেন্ট ফান্ডে রয়েছে ২২৮১১ কোটি টাকা ৷
ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে রয়েছে ১৩২৮৫ কোটি টাকা ৷
কন্টিজেন্সি ফান্ডে রয়েছে ২.৩২ লক্ষ কোটি টাকা ৷ অথার্ৎ সব মিলিয়ে তাদের কাছে প্রায় ১০ লক্ষ কোটি টাকা রয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reserve Bank of India