হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মার্চের পর বাতিল হয়ে যাবে ১০০, ১০ ও ৫ টাকার নোট ? কী জানাল RBI

মার্চের পর বাতিল হয়ে যাবে ১০০, ১০ ও ৫ টাকার নোট ? কী জানাল RBI

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে নোট বাতিলের সময় সাধারণ মানুষকে প্রচন্ড সমস্যায় পড়তে হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ১০০, ১০ ও ৫ টাকার পুরনো নোট নিয়ে বড় খবর সামনে এসেছে ৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, শীঘ্রই এই সমস্ত নোট বাতিল করা হতে পারে ৷ মার্চের পর রিজার্ভ ব্যাঙ্ক সমস্ত পুরনো নোট বাতিল করতে পারে ৷ তবে আরবিআই এর তরফে এখনও এই সংক্রান্ত কিছু জানানো হয়নি ৷ রিজার্ভ ব্যাঙ্কের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার বি মহেশ জানিয়েছেন, আরবিআই এই পুরনো নোটের সিরিজ ফেরত নেওয়ার যোজনার উপরে কাজ করছে ৷

মানি কন্ট্রোলে প্রকাশিত খবর অনুযায়ী, বি মহেশ District Level Security Committee- DLSC বৈঠকে এই বিষয়ে জানিয়েছেন ৷ ১০০ টাকা, ১০ টাকা ও ৫ টাকার পুরনো নোটের বদলে নতুন নোট ইতিমধ্যেই বাজারে চলে এসেছে ৷ তাই পুরনো নোট বদলে বাতিল হয়ে গেলেও সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না ৷

রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয় যে নোট বাতিলের সময় সাধারণ মানুষকে প্রচন্ড সমস্যায় পড়তে হয়েছে ৷ তাই এবার আরবিআই সুনিশ্চিত করবে যে যত পুরনো নোট সার্কুলেশনে রয়েছে ততগুলি নতুন নোট যাতে মার্কেটে আছে ৷ সাধারণ মানুষের সমস্যার কথা মাথায় রেখে আচমকা কোনও সিরিজ বন্ধ করা হবে ৷

২০১৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক ১০০ টাকার নোট জারি করেছিল ৷ তখন জানানো হয়েছিল পুরনো ১০০ টাকার নোটও বৈধ থাকবে ৷ এছাড়া কেন্দ্রীয় ব্যাঙ্ক ৮ নভেম্বর ২০১৬ সালে নোটবন্দির পর ২০০০ টাকা ছাড়া ২০০ টাকার নোট জারি করেছিল ৷

আরবিআই সময় সময়ে পুরনো নোট ফেরত নিয়ে নতুন নোট জারি করতে থাকে ৷ জাল নোটের উপরে লাগাম টানার জন্য রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই পদক্ষেপ নেওয়া হয় ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: RBI