Home /News /business /

RBI Monetary Policy| আবাসন শিল্পকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক

RBI Monetary Policy| আবাসন শিল্পকে স্বস্তি দিয়ে রেপো রেট অপরিবর্তিতই রাখল রিজার্ভ ব্যাঙ্ক

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস

রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস

রেপো রেট হল, যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক৷ এই ঋণের সুদ বাড়লে স্বাভাবিক ভাবেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলির উপর চাপ পড়ে৷

 • Share this:

  #নয়াদিল্লি: দেশে ধুঁকতে থাকা আবাসন শিল্পকে চাঙ্গা করতে ইতিমধ্যেই বড়সড় আর্থিক প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ এ বার আরও স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্কের ঋণনীতি৷ রেপো রেট অপরিবর্তিতই রাখল আরবিআই৷ অর্থাত্‍ ৫.১৫ শতাংশই থাকল রেপো রেট৷ ফলে গৃহঋণের উপর সুদ বাড়ার কোনও সম্ভাবনা নেই৷

  রেপো রেট হল, যে সুদের হারে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয় রিজার্ভ ব্যাঙ্ক৷ এই ঋণের সুদ বাড়লে স্বাভাবিক ভাবেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলির উপর চাপ পড়ে৷ ফলে তারাও গ্রাহকদের দেওয়া ঋণের উপর সুদ বাড়িয়ে সেই আর্থিক চাপ কমানোর চেষ্টা করে৷

  বৃহস্পতিবার আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস জানান, এই নিয়ে দ্বিতীয় বার রেপো রেটে কোনও রকম পরিবর্তন করল না আরবিআই৷ গত বছর ৫ বার ঋণনীতিতে রেপো রেট মোট ১৩৫ বেসিস পয়েন্ট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক৷ গত ডিসেম্বরের ঋণনীতিতে অর্থনীতিবিদরা অনেকেই ভেবেছিলেন, ধুঁকত থাকা বাজারকে চাঙ্গা করতে রেপো রেট কমাত পারে আরবিআই৷ কিন্তু আরবিআই সেই পথে না-হেঁটে রেপো রেট অপরিবর্তিত রাখে৷ এ বারও তা-ই করল৷

  আরবিআই-এর ঋণনীতি ঘোষণার পরেই শেয়ারবাজার খানিক চাঙ্গা হয়ে যায়৷ সেনসেক্স ০.৪ শতাংশ বেড়ে ৪১,২৯৭.৮১ পয়েন্ট ছুঁয়ে ফেলে৷

  আরবিআই গভর্নর শক্তিকান্ত দাসের কথায়, 'ঝিমিয়ে থাকা অর্থনীতিকে চাঙ্গা করার জন্য আরবিআই-এর কাছে আরও অনেক পন্থা আছে৷'

  Published by:Arindam Gupta
  First published:

  Tags: RBI, RBI Monetary Policy, Repo Rate

  পরবর্তী খবর