#নয়াদিল্লি: আপনিও কী শুনেছেন বাজারে আসতে চলেছে নতুন ১০০০ টাকার নোট ? তাহলে এই খবরটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ কারণ আরবিআই-এর তরফে পরিষ্কার জানানো হয়েছে যে ১০০০ টাকার কোনও নতুন নোট জারি করা হয়নি ৷ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়ে যে রিজার্ভ ব্যাঙ্ক ১০০০ টাকার নতুন নোট জারি করেছে ৷ PIB Fact Check অবশ্য এটি গুজব বলে জানিয়ে দিয়েছে ৷
PIB Fact Check ট্যুইটে জানিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি গুজব ছড়িয়ে পড়ে যে আরবিআই ১০০০ টাকার নতুন নোট জারি করেছে ৷ এমনকি নোটের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ৷ PIB Fact Check এ জানা গিয়েছে যে নতুন নোট নিয়ে যে খবর ও ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেটি ফেক ৷ আরবিআই ১০০০ টাকার নোট নিয়ে কোনও ঘোষণা করেনি ৷
PIB Fact Check কেন্দ্র সরকারের পলিসি/স্কিম/বিভাগ/মন্ত্রালয় নিয়ে গুজব ছড়ানো আটকানোর জন্য কাজ করে থাকে ৷ সরকারের সঙ্গে যুক্ত একাধিক খবর সত্যি না গুজব সেটি জানার জন্য PIB Fact Check এর সাহায্য নেওয়া হয়ে থাকে ৷ সন্দেহজনক খবরের স্ক্রিনশট, ট্যুইট, ফেসবুক পোস্ট ও URL হোয়াটসঅ্যাপে 918799711259 নম্বরে পাঠানো যেতে পারে ৷ এছাড়া pibfactcheck@gmail.com এ মেল পাঠানো যেতে পারে ৷
A #Fake rumour has been circulating on social media with the claim that RBI has issued a new 1000 Rs note.#PIBFactCheck: The image circulating and the claim made is #Fake as the notification for the same has NOT been released by #RBI. pic.twitter.com/PsWjOTQWr1
— PIB Fact Check (@PIBFactCheck) March 3, 2020