হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত ৪টি নিয়ম বদলাল RBI, লাগু হবে ৩০ সেপ্টেম্বর থেকে

ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত ৪টি নিয়ম বদলাল RBI, লাগু হবে ৩০ সেপ্টেম্বর থেকে ...

কোভিড ১৯ এর জেরে দেশজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই এই নিয়ম জারি করার জন্য ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্কের তরফে তাদের বার্ষিক রিপোর্টে জানানো হয়েছে যে গত কয়েক বছরে এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে অনেকটাই ৷ কার্ডের সেফটি এবং গ্রাহকদের টাকা সুরক্ষিত রাখার উদ্দেশ্যে আরবিআই-এর তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ সম্প্রতি এটিএম, ডেবিট ও ক্রেডিট কার্ড সংক্রান্ত নতুন নিয়ম জারি করেছে আরবিআই ৷ ব্যাঙ্কদের নির্দেশ দেওয়া হয়েছে দেশের মধ্যে কার্ড জারি করার সময় এটিএম ও PoS এ কেবল ডোমেস্টিক কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক লেনদেনের জন্য আলাদা করে অনুমতি নিতে হবে ৷ এছাড়া অনলাইন লেনদেন, কনট্যাক্টলেস লেনদেনের জন্য গ্রাহকদের তাদের কার্ডে আলাদা করে সেটিং করতে হবে ৷ নতুন এই নিয়ম জানুয়ারি মাসে জারি করা হয়েছিল ৷ কোভিড ১৯ এর জেরে দেশজুড়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে ৷ তাই এই নিয়ম জারি করার জন্য ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত সময় দেওয়া হয়েছে ৷

এবার থেকে কার্ড জারি করার সময় দেশের মধ্যে লেনদেনের জন্য অনুমতি দেওয়া হবে ৷ তবে আন্তর্জাতিক লেনদেন করার অনুমতি দেওয়া হবে না ৷

আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন ও কনট্যাক্টলেস কার্ড থেকে লেনদেনের জন্য গ্রাহকদের আলাদা করে আবেদন জানাতে হবে ৷ অর্থাৎ গ্রাহকদের দরকার থাকলে এই পরিষেবা দেওয়া হবে এবং তার জন্য আবেদন করতে হবে ৷

পুরনো কার্ডের ক্ষেত্রে গ্রাহকদের উপর নির্ভর করবে দেশের মধ্যে না আন্তর্জাতিক লেনদেন করতে চান ৷ সেই অনুযায়ী, তিনি যেন কোনও সময় পরিষেবা অ্যাক্টিভেট করতে পারবেন আবার ডি-অ্যাক্টিভেট করতে পারবেন ৷

গ্রাহকরা ২৪x৭ তাদের লেনদেনের লিমিট বদল করতে পারবেন ৷ আপনি আপনার এটিএম কার্ড, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম মেশিনে গিয়ে আইবিআর এর মাধ্যমে লেনদেনের লিমিট বদল করতে পারবেন ৷

আরবিআই-এর তরফে জারি এটিএম, ক্রেডিট ও ডেবিট কার্ডের সঙ্গে যুক্ত নিয়ম ৩০ সেপ্টেম্বর ২০২০ থেকে লাগু করা হবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: RBI