#নয়াদিল্লি: নোট নিয়ে আবারও বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ৷ ৫০০ ও ২০০০ টাকার নোটের পরে বাজারে নতুন ১০ টাকার নোট আনবে RBI, তা আগেই জানিয়েছিল ৷ তবে এই নতুন দশ টাকার নোট কাগজ নয়, তৈরি হবে প্লাস্টিক দিয়ে ৷ শীঘ্রই শুরু হবে প্লাস্টিক নোট ছাপানোর কাজ ৷ তবে ১০ টাকার নতুন নোট বাজারে আসলেও, পুরনো নোটগুলি বৈধই থাকছে বলে জানানো হয়েছে আরবিআইয়ের পক্ষ থেকে ৷
অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল জানিয়েছেন, প্লাস্টিকের ১০ টাকার নোট বাকি নোট গুলির থেকে অনেক বেশি পোক্ত হবে ৷ এই নোট জলে ভিজবে না, মুচকে যাওয়া বা ছিঁড়ে যাওয়ার চিন্তাও থাকবে না ৷
প্রথম ধাপে দেশের পাঁচটি শহরে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ১০ টাকার নোট প্রচলন করার পরিকল্পনা রয়েছে আরবিআইয়ের ৷ এর আগে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে RBI জানিয়েছিল, নতুন ১০ টাকার নোট ‘হাই সিকুইরিটি’ বৈশিষ্টযুক্ত হবে ৷ এই নোট সহজে জাল করা যাবে না ৷ মহাত্মা গান্ধী সিরিজ- ২০০৫ নোটগুলির নম্বর প্যানেলে ইংরেজির ‘এল’ অক্ষর ইনসেটে থাকবে৷ নোটগুলিতে উর্জিত প্যাটেলের স্বাক্ষর ও ২০১৭ সালের মুদ্রণ থাকবে ৷ নতুন দশ টাকার ব্যাঙ্ক নোটগুলির নম্বর প্যানেলের বাঁ দিক থেকে ডান দিকে সংখ্যাগুলি ছোট থেকে বড় সাজানো থাকবে৷ প্রথম তিনটি আলফা-নিউমারিক হরফ আকৃতির বিচারে একই থাকবে ৷
বিশেষজ্ঞদের মতো, খরচ কমাতেই প্লাস্টিক নোট ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে RBI ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: New 10 Rupee Note, New Note, RBI, Reserve Bank of India