#নয়াদিল্লি: ফের একবার গ্রাহকদের সাইবার ক্রাইম নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ট্যুইট করে আরবিআই-এর তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যাতে ভুল করেও কোনও ফোন কল, ই-মেল বা এসএমএস-এ তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন ৷ পাশাপাশি সন্দেহ হলে ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটে গিয়ে চেক করে নিন কাস্টমার নম্বরনম্বর ৷ জেনে রাখুন, সতর্ক থাকুন ৷
কয়েক সেকেন্ডের মধ্যেই সাইবার ক্রাইমের শিকার হতে পারেন আপনিও ৷ ব্যক্তিগত তথ্য যেমন কার্ডের ডিটেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর,প্যান নম্বর ভুলেও কাউকে ফোন, এসএমএস বা ইমেলে পাঠাবেন না ৷ আরবিআই-এর তরফে আরও জানানো হয়েছে যে যদি কেউ ফোন করে কেওয়াইসি-র জন্য ফোন করে তথ্য চায় সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন ৷
@RBI कहता है .. किसी को भी फोन कॉल / ईमेल / एसएमएस / वेब-लिंक पर व्यक्तिगत विवरण न दें । संदेह हो तो अपने बैंक की आधिकारिक वेबसाइट पर ग्राहक सहायता नंबर जांच लें ।#BeAlert #BeAware#StopCyberAttacks #phishing#StaySecureOnline #rbikehtahai https://t.co/mKPAIp5rA3 pic.twitter.com/JYOZbQGI2N
— RBI Says (@RBIsays) August 4, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyber Crime