#নয়াদিল্লি: রাজধানী এক্সপ্রেসের টিকিট কেটে রেখেছেন ৷ কিন্তু টিকিট ওয়েটিং লিস্টে আছে ? তাহলে আর চিন্তা নেই ৷ রাজধানী এক্সপ্রেসের টিকিট কনফার্ম না হলে এবার থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে যাত্রা করতে পারবে ওয়েটিংলিস্টে থাকা যাত্রীরা ৷ সেই সময় বিমানের যা ভাড়া তা থেকে ট্রেনের টাকা বাদ দিয়ে যা হবে সেই টাকা দিলেই বিমানে করে নিজেদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন ৷
২০১৬ সালে এই প্রস্তাব রেখেছিলেন তৎকালীন এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান আশ্বানি লোহানি ৷ তবে সেই সময় রেলের তরফ থেকে সেরকম ভাবে এই বিষয় সাড়া মেলেনি ৷ বর্তমানে লোহানি রেল বোর্ডের চেয়ারম্যান ৷ তিনি জানান যে এয়ার ইন্ডিয়ার তরফে এখন যদি তার কাছে এই প্রস্তাব আসলে তাহলে তা গ্রহণ করা হবে ৷
সাধারণত প্রতিদিনই বহু সংখ্যাম মানুষ AC-I AC-II টিকিট আনকনফার্মড থেকে যায় ৷ রাজধানীর এসি ২ টিয়ারের টিকিটের দাম প্রায় বিমান ভাড়ার কাছাকাছি ৷ তাই সেই কারণেই এয়ার ইন্ডিয়ার যাত্রী বাড়ানোর লক্ষ্যে এই পরিকল্পনা করেছিলেন লোহানি ৷
তবে বর্তমান এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান জানিয়েছেন, তিনি এই প্রথমবার এই প্রস্তাবের কথা শুনলেন ৷ এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে নারাজ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Air India, Air India Flight, Ashwani Lohani, Indian Railways, Rajdhani tickets, Unconfirmed Tickets