#নয়াদিল্লি: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক লোনের উপর সুদের হারের পাশাপাশি সেভিংস অ্যাকাউন্টেও সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ ব্যাঙ্ক রেপো রেটের সঙ্গে লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) ০.৪০ শতাংশ কমিয়েছে ৷ এর জেরে এবার RLLR ৬.৬৫ শতাংশ হয়ে গিয়েছে যা আগে ৭.০৫ শতাংশ ছিল ৷
এর পাশাপাশি পিএনবি সমস্ত লোনের জন্য MCLR ০.১৫ শতাংশ কমিয়ে দিয়েছে ৷ এর আগে স্টেট ব্যাঙ্ক সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ৷ আপনার অ্যাকাউন্টে ১ লক্ষ টাকা জমা করলে ২.৭৫ শতাংশ সুদের হিসেবে গ্রাহকরা সুদ হিসেবে পেয়ে যাবেন ২৭৫০ টাকা ৷
ব্যাঙ্কের তরফে জারি করা বয়ান অনুযায়ী, পিএনবি সেভিংস অ্যাকাউন্টে সুদের হার ০.৫০ শতাংশ কমিয়েছে ৷ পয়লা জুলাই থেকে ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে অধিকতম ৩.২৫ শতাংশ সুদ মিলবে বছরে ৷
এবার থেকে পিএনবি-র সেভিংস অ্যাকাউন্টে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যালেন্স রাখলে বছরে ৩ শতাংশ সুদ মিলবে, ৫০ লক্ষের বেশি ব্যালেন্সের ক্ষেত্রে মিলবে ৩.২৫ শতাংশ বার্ষিক সুদ ৷
ব্যাঙ্ক তাদের টার্ম ডিপোজিটেও সুদের হার কমিয়েছে ৷ সোমবার থেকে নতুন রেট লাগু করা হয়েছে ৷
রিজার্ভ ব্যাঙ্ক মে মাসে সুদের হার ০.৪০ শতাংশ পর্যন্ত কমিয়ে দিয়েছে ৷ রেপো রেট ৪.৪০ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হয়ে গিয়েছে ৷ আরবিআই-এর সিদ্ধান্তের জেরে হোম লোনের দর ১৫ বছরে এখন সবচেয়ে কম রয়েছে ৷ এর জেরে অবশ্য বহু মানুষের নিজেদের বাড়ি তৈরির স্বপ্নপূরণ হতে চলেছে ৷