#নয়াদিল্লি: আজকাল ফ্রিটাইমে মহিলারা বিভিন্ন ধরনের ব্যবসা করে নিজেরা আয় করতে চাইছেন ৷ তবে অনেক সময়েই দেখা গিয়েছে হাতে টাকা না থাকায় ব্যবসা করার ইচ্ছে থাকলেও তা শুরু করতে পারছেন না ৷ যারা ব্যবসা করে নিজেরা আয় করতে চাইছেন তাদের আর টাকার জন্য চিন্তা করতে হবে না ৷ কারণ পিএনবি নিয়ে এসেছে একটি স্পেশ্যাল স্কিম ৷ এর মাধ্যমে লোন নিয়ে নিজের স্বপ্ন সহজেই পূরণ করতে পারবেন ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক মহিলাদের ব্যবসা শুরু করার জন্য সস্তা দরে লোনের সুবিধা দিচ্ছে ৷
ট্যুইট করে পিএনবি-র তরফে জানানো হয়েছে, নতুন স্কিমের নাম রাখা হয়েছে মহিলা উধ্যাম নিধি ৷ পিএনবি মহিলাদের স্বশক্তিকরণ অভিযান, মহিলাদের আত্মনির্ভর করাতে নতুন দিশা দেখাবে ৷
पीएनबी महिला सशक्तिकरण अभियान, महिला व्यापारियों को आत्मनिर्भर बनाने की दिशा में एक नई पहल है ताकि वे अपना व्यापार शुरू कर आत्मनिर्भर बन सकें!अधिक जानकारी के लिए क्लिक करें: https://t.co/Ypu7752z9n pic.twitter.com/4E8G7UUyMo
— Punjab National Bank (@pnbindia) November 4, 2020
প্রোজেক্ট খরচের ২৫ শতাংশ পর্যন্ত লোন মিলবে ৷ অধিকতম ২.৫ লক্ষ টাকা প্রতি প্রোজেক্টের জন্য দেওয়া হতে পারে ৷ লোন ফেরত দেওয়ার সময়সীমা ১০ বছর যার মধ্যে ৫ বছর মোরেটোরিয়ামের সময় সামিল রয়েছে ৷ SIDBI-র তরফে সুদের হার ঠিক করা হয় ৷
এই যোজনার মাধ্যমে বিউটি পার্লার, কেবল টিভি নেটওয়ার্ক, ক্যান্টিন ও রেস্তোরাঁ, নার্সারি, সাইবার ক্যাফে, ডে কেয়ার সেন্টার, ISD/ STD বুথ, লন্ড্রি ও ড্রাই কলিং, মোবাইল রিপায়েরিং, সেলাই, টাইপিং সেন্টারের মতো ব্যবসা শুরু করতে পারবেন ৷