#নয়াদিল্লি: রিজার্ভ ব্যাঙ্ক (RBI) রেপো রেট বাড়িয়েছে। আর তারপর থেকে অবশ্যম্ভাবী ভাবেই প্রায় সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক তাদের ঋণের উপর সুদের হার বাড়িয়েছে। SBI, HDFC-সহ সমস্ত ব্যাঙ্ক রয়েছে এই তালিকায়। সম্প্রতি পাবলিক সেক্টর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB) তাদের MCLR বাড়িয়েছে।
ঋণের উপর সুদ কত হল?
PNB জানিয়েছে, নতুন হার কার্যকর হওয়ার পরে, এক বছরের ঋণের MCLR এখন বেড়ে হয়েছে ৭.৪০ শতাংশ, যা এতদিন ছিল ৭.২৫ শতাংশ। এই ব্যাঙ্কের বেশিরভাগ ঋণ শুধুমাত্র MCLR ভিত্তিক, তাই সেই ঋণের কিস্তিও এখন বাড়বে।ব্যাঙ্কের তরফে জানা গিয়েছে, তারা একদিন, এক মাস এবং তিন মাসের জন্য MCLR ০.১৫ শতাংশ বাড়িয়েছে। তার ফলে একদিনের ঋণের নতুন হার ৬.৬০ থেকে বেড়ে ৬.৭৫ শতাংশ হয়েছে। এক মাসের MCLR এখন ৬.৮০ শতাংশ, যা আগে ৬.৬৫ শতাংশ ছিল। এর পাশাপাশি, এক মাসের MCLR-ও ০.১৫ শতাংশ বেড়েছে এবং এর নতুন হার এখন ৬.৯০ শতাংশ, যা আগে ছিল ৬.৭৫ শতাংশ। PNB ৬ মাসের মেয়াদী ঋণের উপরও সুদের হারও বাড়িয়ে ৭.১০ শতাংশ করেছে। তিন বছরের ঋণে MCLR ০.১৫ শতাংশ বাড়িয়ে ৭.৭০ শতাংশ করেছে।
আরও পড়ুন: Gold Price: ফের বড় খবর! কলকাতায় সোনার দামে আকর্ষণীয় পতন
ব্যয়বহুল হচ্ছে SBI-এর গৃহঋণওসর্ববৃহৎ সরকারি ব্যাঙ্ক SBI ১ জুন ২০২২ থেকে থেকে তার গৃহঋণের উপর নতুন সুদের হার প্রয়োগ করেছে। নতুন ঋণগ্রহীতাদের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই চলমান EMI-এর উপর ব্যাঙ্কের নতুন সুদের হার প্রযোজ্য হচ্ছে। আর তার ফলে ঋণগ্রহীতাদের উপর বেশ খানিকটা বোঝা বাড়বে তা বলাই যায়। আসলে, রেপো রেট বৃদ্ধির পরে, SBI বহিরাগত বেঞ্চমার্ক ঋণের উপর সুদের হার ৪০ বেসিস পয়েন্ট বা ০.৪০ শতাংশ বাড়িয়েছে। ফলে এখন তা হয়েছে ৭.০৫ শতাংশ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Punjab National Bank