#নয়াদিল্লি: সরকার এ বার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ও ইনস্যুরেন্স কোম্পানির বেসরকারিকরণের পথে এগোচ্ছে ৷ সরকারি কোম্পানি অর্থাৎ যেগুলি পাবলিক সেক্টর আন্ডারটেকিং - PSU তাদের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত নিতে চাইছে কেন্দ্র ৷
সিএনবিসি আবাজ -র সূত্রের খবর অনুযায়ী এলআইসি ও অন্য নন লাইফ ইনস্যুরেন্স কোম্পানিকে ছেড়ে বাকি সব ইনস্যুরেন্স কোম্পানির নিজের অংশীদারিত্ব ভাগে ভাগে বেচতে পারে ৷ এর পাশাপাশি ব্যাঙ্কগুলিকেও প্রাইভেটাইজেশনের প্ল্যানও চলছে ৷ এই বিষয়ে পিএমও, অর্থমন্ত্রক, নীতি আয়োগের মধ্যে এই বিষয়ে ঐক্যমত হয়েছে ৷
এই খবর অনুযায়ী LIC ও একটি Non Life Insurace কোম্পানি সরকার নিজের কাছে রাখবে ৷ এখনও অবধি ৮ টি সরকারি ইনস্যুরেন্স কোম্পানি রয়েছে ৷ এছাড়া ৬টি জেনরেল ইনস্যুরেন্স এবং একটি ন্যাশনাল Reinsurer ইনস্যুরেন্স রয়েছে ৷
মানি কন্ট্রোলের খবর অনুযায়ী, ব্যাঙ্কেও হবে প্রাইভেটাইজেশন ৷ খবর অনুযায়ী ৬টি ব্যাঙ্ক ছাড়া বাকি সমস্ত ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে ৷ প্রথম পর্বে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র ও ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের সরকারি অংশদারিত্ব বেচা হবে ৷
#AwaazExclusive | सरकारी कंपनियों के निजीकरण में सरकारी इंश्योरेंस कंपनियां भी शामिल होंगी। LIC और एक नॉन लाइफ इंश्योरेंस कंपनी को छोड़कर बाकी सभी इंश्योरेंस कंपनियों में सरकार अपनी पूरी हिस्सेदारी किस्तों में बेच सकती है। @RoyLakshman pic.twitter.com/dqysmv6bZL
— CNBC-AWAAZ (@CNBC_Awaaz) July 20, 2020
৬টি ব্যাঙ্ককে ছেড়ে সমস্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের জন্য ভাগে ভাগে নিজেদের অংশীদারিত্ব বিক্রি করবে কেন্দ্র সরকার ৷ প্রথম পর্বে ৫টি সরকারি ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করার ভাবনা রয়েছে ৷ সবার আগে Bank of Maharashtra, IOB অংশ বিক্রি হবে ৷ এরপরে Bank of India, Central Bank of India অংশ বিক্রি হবে ৷ এই তালিকায় এরপর থাকছে UCO Bank -র নামও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bank