#নয়াদিল্লি: এবার বাড়িতে বসেই নিজের ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে পারবেন ৷ করোনা ভাইরাসের জেরে ভিড় জায়গা আমাদের সকলেরই এড়িয়ে চলা উচিৎ ৷ সুস্থ থাকতে সচেতন এবং সতর্ক থাকা উচিৎ ৷ দেশের মানুষকে সুরক্ষিত রাখার জন্য সরকারের তরফেও একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ এখন ব্যাঙ্ক থেকে অফিস, বেশিরভাগ কাজই বাড়িতে বসে করা যাচ্ছে ৷
দেখে নিন ড্রাইভিং লাইসেন্স কীভাবে বাড়িতে বসে রিনিউ করাবেন -
প্রথমে পরিবহন বিভাগের ওয়েবসাইট parivahan.gov.in এ লগইন করতে হবে
রিনিউ করার জন্য কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে প্রথমে ফর্ম ডি ডাউনলোড করে ফিলআপ করতে হবে এরপর স্ক্যান করে আপলোড করতে হবে আপনার বয়স ৪০ বছরের বেশি হলে ডাক্তারের কাছ থেকে ফর্ম ১এ ফিলআপ করাতে হবে ওরিজিনাল এক্সপায়র্ড ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট সাইজ ছবি ও আধার কার্ডের ছবি আপলোড করতে হবে
ড্রাইভিং লাইসেন্স Expire হওয়ার পর ৩০ দিনের সময় দেওয়া হয় রিনিউ করার জন্য ৷ ৩০ দিন পর রিনিউ করলে ফাইন দিতে হবে ৷