হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা! দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই জিনিসের

মধ্যবিত্তের জন্য বড় ধাক্কা! চলতি মাস থেকে দাম বেড়েছে নিত্যপ্রয়োজনীয় এই জিনিসের

এছাড়া দুধের দাম প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে ৷ দুধের দাম ৪৬.৭৪ টাকা থেকে বেড়ে ৫০ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মধ্যবিত্তের হেঁসেলে আগুন ৷ দিনদিন জিনিসপত্রের দাম যেন আকাশছোঁয়া হয়ে যাচ্ছে ৷ সবজি, ডালের পর এবার দুধ, চিনি ও চা পাতার দাম বাড়তে চলেছে ৷ সরকারি ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ নভেম্বর দেশের খুচরো বাজারে চিনির দাম ৩৯.৬৮ টাকা প্রতি কিলোগ্রাম ছিল যা ৭ ডিসেম্বর বেড়ে ৪৩ টাকা ৩৮ পয়সা হয়েছে ৷ এছাড়া খোলা চা পাতার দামও প্রায় ১১.৫৭ টাকা বেড়েছে ৷ চা পাতার দাম ২৩৮.৪২ টাকা থেকে বেড়ে ২৬৬ টাকা হয়ে গিয়েছে ৷

এছাড়া দুধের দাম প্রায় ৭ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে ৷ দুধের দাম ৪৬.৭৪ টাকা থেকে বেড়ে ৫০ টাকা প্রতি লিটার হয়ে গিয়েছে ৷

অন্যদিকে, দাম বেড়েছে টমেটোরও ৷ ৩০ নভেম্বর পর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত টমেটোর দাম ৩৭.৮৭ শতাংশ বেড়ে গিয়েছে ৷ খুচরো বাজারে টমেটোর দাম প্রায় ৪৯.৮৮ টাকা প্রতি কিলো হয়ে গিয়েছে যা ৩০ নভেম্বর ৩৬.১৮ টাকা প্রতি কিলো ছিল ৷

তবে তেলের দাম কিছুটা হলেও কমেছে ৷ পাম তেলের দাম ১০২ টাকা থেকে কমে ৯২ টাকা হয়েছে ৷ এছাড়া সূর্যমুখী তেলের দাম ১২৪ থেকে পড়ে ১২৩ টাকা হয়েছে ৷ বাদাম তেলের দাম ১৫৬ টাকা থেকে কমে ১৪৫ টাকা হয়েছে ৷ সর্ষের তেলের দাম ১৩৫ টাকা থেকে কমে ১৩২ টাকা হয়েছে ৷ অন্যদিকে অবশ্য সোয়া তেলের দাম ৬ শতাংশ বেড়েছে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Inflation, Prices of Milk