Home /News /business /

শীঘ্রই দাম বাড়তে পারে এসি, ওয়াশিং মেশিন ও ফ্রিজের, সরকার বাড়াতে পারে এই ট্যাক্স

শীঘ্রই দাম বাড়তে পারে এসি, ওয়াশিং মেশিন ও ফ্রিজের, সরকার বাড়াতে পারে এই ট্যাক্স

 • Share this:

  #নয়াদিল্লি: এসি, রেফ্রিজরেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেনে ব্যবহার হওয়া কাঁচা মালের ইমপোর্ট ডিউটি শীঘ্রই বাড়াতে চলেছে সরকার ৷ ইমপোর্ট ডিউটি বাড়লে স্বাভাবিক ভাবে এসি, রেফ্রিজরেটর, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেনের দামও বেড়ে যাবে ৷ গত বছর প্রায় ১৯টি বিলাসবহুল পণ্যে অনেকটাই দাম বাড়িয়েছিল সরকার ৷

  সম্প্রতি এসি ও রেফ্রিজরেটরের কম্প্রেসর ও কন্ডেন্সর বানানোর জন্য যে স্টিল শিট ও কপার ব্যবহার করা হয় তার কাস্টমস ডিউটি বাড়ানোর প্রস্তাব নিয়ে আলোচনা চলছে ৷ সরকার গত বছর কম্প্রেসরে ইমপোর্ট ডিউটি ৭.৫ শতাংশ সে বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে ৷

  First published:

  Tags: Ac, Prices of Luxury Products, Refrigerator, Washing Machine

  পরবর্তী খবর