হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
PPF, সুকন্যা সমৃদ্ধি-সহ পোস্ট অফিসের এই স্কিমের বদলাল নিয়ম, মিলছে এই ছাড়....

PPF, সুকন্যা সমৃদ্ধি-সহ পোস্ট অফিসের এই স্কিমের বদলাল নিয়ম, মিলছে এই ছাড়....

এর জন্য গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে উইথড্রয়েল ফর্ম (SB-7) এর মাধ্যমে ডিপোজিট ও অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ডিপার্টমেন্ট অফ পোস্ট অফিস গ্রামীণ এলাকাক মানুষের জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড(PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা (SSY)-সহ অন্যান্য পোস্টাল সেভিংস স্কিমে ইনভেস্ট করা আরও সহজ করে দিয়েছে ৷ ডিপার্টমেন্টের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, পোস্ট অফিসের গ্রামীণ ডাক সেবক GDS - Gramin Dak Sevak) ব্রাঞ্চে চেকের সুবিধা নেই ৷ এর জন্য গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে উইথড্রয়েল ফর্ম (SB-7) এর মাধ্যমে ডিপোজিট ও অ্যাকাউন্ট খোলার অনুমতি দেওয়া হয়েছে ৷

এই ফর্মের মাধ্যমে ৫০০০ টাকা পর্যন্ত ডিপোজিট করা যেতে পারে ৷ এই নিয়ম ৫০০০ টাকা থেকে নতুন পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে লাগু করা হবে ৷

৫০০০ টাকার বেশি ডিপোজিটের ক্ষেত্রে উইথড্রয়েল ফর্ম SB-7-সহ পোস্ট অফিস সেভিংস বুক পাসবুক ও পে-ইন স্লিপও জমা দিতে হবে ৷ এর পাশাপাশি নির্ধারিত স্কিমের জন্য SB/RD/SSA বা PPF এর পাসবুক দেখাতে হতে পারে ৷

গ্রামীণ ডাক সেবক পোস্ট মাস্টার উইথড্রয়াল ফর্ম, পে ইন স্লিপ ও পাসবুক চেক করবেন ৷ ডিটেলস আপডেট করার পর গ্রামীণ ডাক সেবক ব্রাঞ্চের অ্যাকাউন্ট অফিস থেকে ডিপোজিটারকে পাসবুক ও রসিদ নিতে হবে ৷

গত সপ্তাহেই কেন্দ্র সরকার স্মল সেভিংস স্কিমে সুদের হারে কোনও বদল না করার ঘোষণা করেছিল ৷ এর মধ্যে পাবলিক প্রভিডেন্ট ফান্ড ও এনএসসি-সহ অন্য সেভিংস স্কিম সামিল রয়েছে ৷ সরকারের এই সিদ্ধান্তের মানে হচ্ছে এবার অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে সুদের হারে কোনও বদল করা হবে না ৷

অর্থমন্ত্রকের তরফে এই বিষয়ে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে ৷ এতে জানানো হয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত স্মল সেভিংস স্কিমের সুদের হারে কোনও বদল করা হবে না ৷

প্রত্যেক তিন মাসে স্মল সেভিংস স্কিমের সুদের হার নির্ধারিত করে থাকে কেন্দ্র সরকার ৷ এটা লাগাতার তৃতীয় ত্রৈমাসিক যেখানে স্মল সেভিংস স্কিমের সুদের হার বদল করা হয়নি ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Small Savings Scheme