#নয়াদিল্লি: স্বল্প সঞ্চয়ের সুদের হারে আবারও কোপ বসাল কেন্দ্র। ৭.৮ শতাংশ থেকে এবার সুদের হার কমিয়ে করা হল ৭.৬ শতাংশ ৷ আগামী মার্চ মাস পর্যন্ত লাগু এই নয়া সুদের হার ৷
গত ১২ মাসে এনিয়ে দ্বিতীয়বার। ফের পিপিএফে কমল সুদের হার। ৭.৮% থেকে সুদের হার কমে এবার সুদের হার হচ্ছে ৭.৬%। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চে এই হারেই সুদ মিলবে। দেখে নেওয়া যাক, এই সময় কীভাবে সুদ কমেছে দেশের অন্যতম স্বল্পসঞ্চয় প্রকল্পে।
সুদে কোপ ----- সময় সুদের হার ----- ------ ২০১২-১৩- ৮.৮ শতাংশ ২০১৩- ১৭- ৮.৭ শতাংশ জানুয়ারি, ২০১৬- ৮.১ শতাংশ জুলাই , ২০১৬- ৮ শতাংশ এপ্রিল- জুন ২০১৭- ৭.৯ শতাংশ জুলাই - ডিসেম্বর, ২০১৭- ৭.৮ শতাংশঅর্থমন্ত্রকের যুক্তি, লগ্নি থেকে আয় কমাতেই এই সিদ্ধান্ত। সুদের হার কমায় ক্ষতিগ্রস্ত প্রায় দেড় কোটি পিপিএফ গ্রাহক। গত বছরে জুন থেকে অগাস্ট সময়সীমায় কমেছিল পিপিএফে সুদের হার। একই অর্থবর্ষে এই নিয়ে দ্বিতীয়বার পিপিএফে সুদের হার কমায় স্বভাবতই মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ ৷ সুদের হার নিয়ে কোথায় থামবে মোদি সরকার ? সেটাই আপাতত চিন্তায় রেখেছে পিপিএফ গ্রাহকদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Interest rate, Interest Rate Cut, PPF