#নয়াদিল্লি: পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের নিয়মাবলীতে বেশ কিছু সংশোধন আনল কেন্দ্রীয় সরকার ৷ সংশোধনের পর নয়া নিয়মাবলী অনুযায়ী, প্রকল্পের মেয়াদ শেষের আগেই যদি আমানতকারী বিদেশে পাড়ি দেন তাহলে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে ৷ পিপিএফ অ্যাকাউন্ট ছাড়াও বিদেশে পাকাপাকিভাবে চলে যাওয়া ভারতীয়দের ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটও বন্ধ হয়ে যাবে ৷
সম্প্রতি ডাকঘর সঞ্চয় প্রকল্পের নিয়মাবলীতে কিছু সংশোধনী এনেছে কেন্দ্রীয় সরকার ৷ বিজ্ঞপ্তি প্রকাশ করে জনসাধারণকে সেই সংশোধনী সম্পর্কে অবহিতও করা হয়েছে ৷ ১৯৬৮ সালের পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে সংশোধন করে বলা হয়েছে, কোনও ভারতীয় এই প্রকল্পে অ্যাকাউন্ট খোলার পর, আমানত ম্যাচিওর করার আগেই বিদেশে পাকাপাকিভাবে চলে যান অর্থাৎ অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করেন তাহলে তাঁর অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে ৷ তবে নন-রেসিডেন্ট হওয়ার আগের দিন পর্যন্ত নির্ধারিত সুদ তিনি পাবেন ৷
এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে বলা হয়েছে, বিদেশে পাড়ি দেওয়ার আগে মেয়াদ শেষ না হলেও আমানতকারী ওই সার্টিফিকেট ভাঙিয়ে নিতে পারবেন ৷ প্রকল্প শুরুর দিন থেকে সেই দিন পর্যন্ত ধার্য সুদ পাবেন ৷ তবে সার্টিফিকেট এনক্যাশ না করেই বিদেশে চলে গেলে বন্ধ হয়ে যাবে ওই স্কিম ৷
এছাড়া একইসঙ্গে অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, মান্থলি ইনকাম স্কিম এবং পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে কোনও অনাবাসী ভারতীয় বিনিয়োগ করতে পারেন না ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: National Savings Certificate, NRI, PPF Account, Public Provident Fund