#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে লোনের ডিমান্ড অনেকটাই কমে গিয়েছে ৷ এর পরিস্থিতির মোকাবিলা ও গ্রাহকদের মধ্যে চাহিদা বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে বিশেষ অফার নিয়ে হাজির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক বুধবার ‘ফেস্টিভ্যাল বোনানজা অফার’ নিয়ে এসেছে ৷ এই অফারে গ্রাহকদের থেকে বিভিন্ন ধরনের লোনে নেওয়া হচ্ছে না কোনও প্রোসেসিং চার্জ ৷ গত কয়েক মাসে সুদের হার কম হওয়া সত্ত্বেও ব্যাঙ্কের ক্রেডিট গ্রোথ বেশ সামান্য ছিল ৷
পিএনবি-র এই অফারে হাউজিং লোন ও কার লোনের মতো কিছু বড় রিটেল লোন প্রোডাক্টে প্রোসেসিং ফি ও ডকুমেন্টেশন চার্জ নেওয়া হচ্ছে না ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, গ্রাহকরা তাদের ১০,৮৯৭ শাখা থেকে বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে এই অফারের সুবিধা নিতে পারবেন ৷ গ্রাহকদের জন্য এই অফার ৩১ ডিসেম্বর ২০২০ পর্যন্ত চালু থাকবে ৷ নতুন গ্রাহকদের থেকে টেকওভার লোনের প্রোসেসিং ফিও কমিয়ে দেওয়া হয়েছে ৷
এই অফারে গ্রাহকদের লোন অ্যামাউন্টের ০.৩৫ শতাংশ প্রোসেসিং ফি দিতে হবে না ৷ তবে এই ছাড় অধিকতম ১৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হবে ৷ এছাড়া ডকুমেন্টেশন চার্জও দিতে হবে না ৷ যারা গাড়ির লোন নিয়েছেন তাদের ০.২৫ শতাংশ সেভিংস হবে ৷
বর্তমানে পিএনবি হোম লোনে ৭.১০ শতাংশ সুদের হার নিচ্ছে ৷ কার লোনে সুদের হার ৭.৫৫ শতাংশ ৷ সুদের হার ১ সেপ্টেম্বর ২০২০ থেকে লাগু করা হয়েছে ৷