#নয়াদিল্লি: নতুন বছরে আপনারও কী বাড়ি কেনার পরিকল্পনা রয়েছে ? তাহলে আপনার জন্য দারুণ সুযোগ নিয়ে হাজির পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ৷ ৮ জানুয়ারি ২০২১ সস্তায় রেসিডেনশিয়াল ও কর্মাশিয়াল প্রোপার্টি নিলাম করতে চলেছে পিএনবি ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information) তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ এর মধ্যে ৩০৮০ রেসিডেনশিয়াল প্রোপার্টি রয়েছে ৷ যে প্রোপার্টি ডিফল্টের লিস্টে চলে এসেছে সেগুলি নিলাম করা হবে৷
ট্যুইটে ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে প্রোপার্টিতে ইনভেস্ট করতে চাইলে ৮ জানুয়ারি পিএনবি ই-নিলামিতে অংশ নিন ৷ এখানে সস্তায় প্রোপার্টি কেনার সুযোগ রয়েছে ৷
যে প্রোপার্টির মালিকরা কোনও কারণে তাঁদের লোন মেটাতে পারেননি তাঁদের জায়গা-জমি ব্যাঙ্কের তরফে কব্জা করে নেওয়া হবে ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এই ধরনের প্রোপার্টি নিলাম করা হয়ে থাকে ৷ এই সমস্ত প্রোপার্টি বিক্রি করে ব্যাঙ্কে তাদের বকেয়া টাকা তোলার চেষ্টা করে থাকে ৷
৩০৮০ রেসিডেনশিয়াল প্রোপার্টির পাশাপাশি ৮৭৩টি কর্মাশিয়াল প্রোপার্টি, ৪৬৫ ইন্ডাস্ট্রিয়াল প্রোপার্টি, ১১ এগ্রিকালচার প্রোপার্টি রয়েছে ৷ এই সমস্ত কিছু ব্যাঙ্কের তরফে নিলাম করা হবে ৷
আরও বিস্তারিত জানতে ক্লিক করতে হবে https://ibapi.in/ লিঙ্কে ৷