#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় (PM Kisan Samman Nidhi) কেন্দ্র সরকার কৃষকদের অ্যাকাউন্টে বছরে ৬০০০ টাকা ট্রান্সফার করে থাকে ৷ তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে এই টাকা দেওয়া হয় ৷ সরকারের তরফে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা সরাসরি ট্রান্সফার (Direct Benefit Transfer) করা হয়ে থাকে ৷ প্রথম কিস্তি এপ্রিল-জুলাইয়ের মধ্যে, দ্বিতীয় কিস্তি অগাস্ট-নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি ডিসেম্বর ও মার্চের মধ্যে দেওয়া হয় ৷
আরও পড়ুন: দেখে নিন আপনার শহরে কত টাকায় মিলছে ১ লিটার পেট্রোল....
এখনও পর্যন্ত ৯টি কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে ৷ দশম কিস্তির জন্য অপেক্ষা করছেন কৃষকরা ৷ সরকারের তরফে দশম কিস্তির টাকা দেওয়ার দিন ঘোষণা করা হয়নি ৷ তবে অনুমান করা হচ্ছে দশম কিস্তির টাকা ১৬-১৭ ডিসেম্বরের মধ্যেই চলে আসতে পারে ৷ গত বছর মোদি সরকার কৃষকদের অ্যাকাউন্টে ২৫ ডিসেম্বর কিস্তির টাকা ক্রেডিট করেছিল ৷
আরও পড়ুন: মুদ্রাস্ফীতির খতিয়ান; নভেম্বরে হোলসেল প্রাইস ইনডেক্স ১২.৫৪ শতাংশ থেকে বেড়ে ১৪.২ শতাংশে পৌঁছে গিয়েছে!
এখনও পর্যন্ত সরকার দেশের প্রায় ১১.৩৭ কোটি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ১.৫৮ লক্ষ কোটি টাকার বেশি ট্রান্সফার করেছে ৷
আরও পড়ুন: ২০২২-এর বাজেটে কারা রয়েছেন অর্থমন্ত্রীর টিমে, দেখে নিন এক নজরে!
আপনি কী যোজনার টাকা পাবেন? চেক করে নিন...
পিএম কিষান যোজনায় রেজিস্ট্রেশন করিয়ে থাকলে অবশ্যই জেনে নিন এই যোজনার সুবিধাভোগীদের লিস্টে আপনার নাম আছে তো ? লিস্টে এই ভাবে চেক করে নিন নিজের নাম....
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।