#নয়াদিল্লি: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভীষণ ভাবে ভাইরাল হয়েছে যাতে দাবি করা হয়েছে যে ভারতীয় রেল পুরোপুরি ভাবে বেসরকারিকরণ করা হচ্ছে ৷ খবরটি বেশ দ্রুত গতিতে ভাইরাল হয়ে গিয়েছে ৷ এই খবরে দাবি করা হয়েছে ছাঁটাইয়ের পাশাপাশি রেলকে সম্পূর্ণ ভাবে প্রাইভেটাইজ করা হচ্ছে ৷ এর জেরে সকলের মধ্যেই বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে ৷ কিন্তু সত্যিটা কী ?
খবরটি যাচাই করতেই আসল সত্যিটা সামনে চলে এসেছে ৷ জানা গিয়েছে, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো ৷ এর কোনও সত্যতা নেই ৷ এরকম কোনও খবর কোনও ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি ৷ ভারত সরকারের ট্যুইটার হ্যান্ডেল পিআইবি ফ্যাক্ট চেক ভারতীয় রেলের বেসরকারিকরণের দাবিকে ফেক বলে জানিয়েছে ৷ PIB Fact Check এর তরফে জানানো হয়েছে, ‘খবরটি ভুয়ো ৷ রেলের বেশ কিছু ক্ষেত্রে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের উপরে কাজ চলছে ৷ কিন্তু এখনও নিয়ন্ত্রণ রেল মন্ত্রকের কাছেই থাকবে ৷’ এর থেকে পরিষ্কার যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই খবরটি ফেক ৷
Claim: #IndianRailways is being completely privatized along with a cut in jobs. #PIBFactCheck: This claim is #Misleading. There are certain areas where public-private partnership is being worked upon but the control will still vest with @RailMinIndia. No jobs are being lost. pic.twitter.com/nV5FxFqAcT
— PIB Fact Check (@PIBFactCheck) September 6, 2020
এর আগেও আরও একটি খবর খুব ভাইরাল হয়েছিল ৷ তাতে দাবি করা হয়েছিল ২০২০-২১ সালে রেলের কর্মচারিদের বেতন দেওয়া হবে না ৷ তবে পরে জানা যায় এই খবরটিও জাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Indian Railways