নয়াদিল্লি: আজ দেশের বাজারে বেশ খানিকটা বাড়ল জ্বালানি তেলের দাম৷ তবে বিশ্বের বাজারে যদিও কোনও পরিবর্তন আসেনি অশোধিত তেলের দামে৷ ব্রেন্ট ক্রুডের দামও মোটামুটিভাবে স্থিতিশীল৷ গতকালের মতো আজও ব্রেন্ট ক্রুডের দাম যাচ্ছে ৮৫.৩৮ ডলার প্রতি ব্যারেল৷ আজ উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার-সহ বেশ কিছু রাজ্যে আজ খানিকটা বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷ ডাব্লিউটিআইয়ের আজ দাম যাচ্ছে ৭৮.৫০ ডলার প্রতি ব্যারেল৷ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে অর্থাৎ দেশের প্রধান চার শহরে আজও মোটামুটি স্থিতিশীল পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: পরবর্তী ৫ বছরে কোন ৫ স্টকে বিনিয়োগ লাভজনক? তালিকা করে দিলেন বিশেষজ্ঞরা!
নয়়ডা- পেট্রোল ৯৭.০০ টাকা ডিজেল ৮৯.৬৬ টাকা
লখনউ-পেট্রোল ৯৬.৪৭ টাকা ডিজেল ৮৯.৬৬ টাকা
গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৭৭ টাকা ডিজেল ৮৯.৬৫ টাকা
গাজিয়াবাদ-পেট্রোল ৯৬.৫৮ টাকা ডিজেল ৮৯.৭৫ টাকা
আরও পড়ুন: বাংলা হ্যান্ডমেড কার্ডের ব্যবসা শুরু করে বিপুল আয়ের সম্ভাবনা, ঠকতে হবে না!
দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।