হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
ফের রদবদল জ্বালানি তেলের দামে, কলকাতায় আজ পেট্রোল ডিজেলের দাম কত হল দেখে নিন

Petrol diesel price today: ফের রদবদল জ্বালানি তেলের দামে, কলকাতায় আজ পেট্রোল ডিজেলের দাম কত হল দেখে নিন

ফের রদবদল জ্বালানি তেলের দামে, কলকাতায় আজ কত হল দেখে নিন

ফের রদবদল জ্বালানি তেলের দামে, কলকাতায় আজ কত হল দেখে নিন

আজ দেশের বাজারে বেশ খানিকটা বাড়ল জ্বালানি তেলের দাম৷ কলকাতায় কোনও বদল এল কিনা জানুন

  • Share this:

নয়াদিল্লি: আজ দেশের বাজারে বেশ খানিকটা বাড়ল জ্বালানি তেলের দাম৷ তবে বিশ্বের বাজারে যদিও কোনও পরিবর্তন আসেনি অশোধিত তেলের দামে৷ ব্রেন্ট ক্রুডের দামও মোটামুটিভাবে স্থিতিশীল৷ গতকালের মতো আজও ব্রেন্ট ক্রুডের দাম যাচ্ছে ৮৫.৩৮ ডলার প্রতি ব্যারেল৷ আজ উত্তর প্রদেশ থেকে শুরু করে বিহার-সহ বেশ কিছু রাজ্যে আজ খানিকটা বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷ ডাব্লিউটিআইয়ের আজ দাম যাচ্ছে ৭৮.৫০ ডলার প্রতি ব্যারেল৷ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে অর্থাৎ দেশের প্রধান চার শহরে আজও মোটামুটি স্থিতিশীল পেট্রোল ডিজেলের দাম৷

এক নজরে দেখে নেওয়া যাক চার মহানগরীতে পেট্রোল ডিজেলের দাম

দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা

মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা

চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা

কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা

আরও পড়ুন: পরবর্তী ৫ বছরে কোন ৫ স্টকে বিনিয়োগ লাভজনক? তালিকা করে দিলেন বিশেষজ্ঞরা!

যে যে শহরে বদলেছে আজ জ্বালানি তেলের দাম

নয়়ডা- পেট্রোল ৯৭.০০ টাকা ডিজেল ৮৯.৬৬ টাকা

লখনউ-পেট্রোল ৯৬.৪৭ টাকা ডিজেল ৮৯.৬৬ টাকা

গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৭৭ টাকা ডিজেল ৮৯.৬৫ টাকা

গাজিয়াবাদ-পেট্রোল ৯৬.৫৮ টাকা ডিজেল ৮৯.৭৫ টাকা

আরও পড়ুন: বাংলা হ্যান্ডমেড কার্ডের ব্যবসা শুরু করে বিপুল আয়ের সম্ভাবনা, ঠকতে হবে না!

দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম আলাদা আলাদা কেন হয়?

দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷

Published by:Ankita Tripathi
First published:

Tags: Crude Oil Price, Petrol Diesel Price Today