নয়াদিল্লি: বিশ্বের বাজারে অশোধিত তেলের দামে বৃদ্ধি আজও অব্যাহত। ব্রেন্ট ক্রুডের দাম আজ বেড়ে ব্যারেল প্রতি ৮৬.২৮ ডলার হয়েছে। ডব্লিউবিটিআইয়ের দামও আজ সামান্য বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৮০.৫২ ডলার। জ্বালানি তেলের ক্ষেত্রে ভারত মূলত বিদেশ থেকে আমদানির উপর নির্ভরশীল, ফলত বিশ্বের বাজারে অশোধিত তেলের দামের ওঠানামার প্রভাব দেখা যায় দেশের বাজারেও। দেশের বেশ কিছু রাজ্যের বেশ কিছু শহরে আজ খানিকটা বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷
তবে দেশের প্রধান চার শহরে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে আজও অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা ডিজেল ৮৯.৮২ টাকা
মুম্বাই- পেট্রোল ১০৬.৩১ টাকা ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই -পেট্রোল ১০২.৬৩ টাকা ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা ডিজেল ৯২.৭৬ টাকা
আরও পড়ুন: আধার-প্যান লিঙ্ক করা হয়নি ? চিন্তা নেই, ২ লক্ষ জনকে ছাড় দিয়েছে সরকার, আপনার কি নাম রয়েছে লিস্টে
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৩ টাকা ডিজেল ৮৯.৪২ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৬৯ টাকা ডিজেল ৮৯.৮৬ টাকা
আরও পড়ুন: গ্রাহকদের সুবিধায় বন্ধন ব্যাঙ্ক এ রাজ্যে চালু করল মেগা কারেন্সি চেস্ট
লখনউ- পেট্রোল ৯৬.৩৬ টাকা ডিজেল ৮৯.৫৬ টাকা
গুরুগ্রাম -পেট্রোল ৯৭.১০ টাকা ডিজেল ৮৯.৯৬ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।