নয়াদিল্লি: গতকাল সামান্য কমলেও আজ ফের ৮৫-এর কোঠায় পৌঁছল ব্রেন্ট ক্রুডের দাম৷ আজ ব্রেন্ট ক্রুডের দাম যাচ্ছে ব্যারেল প্রতি ৮৫.১২ ডলার৷ ডব্লিউটিআইয়ের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৮০.৭০ ডলার হয়েছে৷
জ্বালানি তেলের ক্ষেত্রে ভারত মূলত আমদানির ওপর নির্ভরশীল৷ ফলে লাগাতার বাড়তে থাকা অশোধিত তেলের দামের প্রভাব দেখা যাচ্ছে দেশের বাজারেও৷ দেশের বেশ কিছু শহরে আজ বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷
তবে, চার মহানগরীতে অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে বিগত কয়েকমাস ধরে মোটামুটি ভাবে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৬২
নয়ডা- পেট্রোল ৯৬.৭৬ টাকা, ডিজেল ৮৯.৯৩ টাকা
আরও পড়ুন: চাকরি ছাড়বেন ভাবছেন? ব্যবসায় নামার আগে ছকে নিতে হবে এই পাঁচটি বিষয়, টাকা আসতে থাকবে হেসে-খেলে!
গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৭৭ টাকা, ডিজেল ৮৯.৬৫ টাকা
পটনা- পেট্রোল ১০৭.৪৮ টাকা, ডিজেল ৯৪.২৬ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।