নয়াদিল্লি: বিশ্বের বাজারে অশোধিত তেলের দামে বৃদ্ধি আজও অব্যাহত৷ ব্রেন্ট ক্রুডের দাম আজ আরও খানিকটা বেড়ে আজ ৮৫.২৯ হয়েছে৷ ডব্লিউটিআইয়ের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৮১.০২ ডলার হয়েছে৷ লাগাতার বাড়তে থাকা অশোধিত তেলের দামের প্রভাবে দেশের বাজারেও রোজ বদলাচ্ছে জ্বলানি তেলের দাম৷ আজও উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার-সহ বেশ কিছু রাজ্যে পরিবর্তন এসেছে জ্বালানি তেলের দামে৷
তবে, চার মহানগরীতে অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বই এবং চেন্নাইতে বিগত কয়েকমাস ধরে মোটামুটি ভাবে অপরিবর্তিত জ্বালানি তেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৯২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা
আরও পড়ুন: মালগাঁও যেন স্বপ্নপুরী! বাংলার এই গ্রামের কার্পেট-গালিচায় সেজে উঠছে আরব শেখদের বাড়িআরও পড়ুন: বাড়ানো হয়েছে PAN-Aadhaar লিঙ্ক করানোর সময়সীমা! এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে?লখনউ- পেট্রোল ৯৬.৬৮টাকা, ডিজেল ৮৯.৮৭ টাকা
পটনা- পেট্রোল ১০৭.৪২ টাকা, ডিজেল ৯৪.২১ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।