নয়াদিল্লি: বিশ্বের বাজারে আরও খানিকটা কমল অশোধিত তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দামেও আজও পতন অব্যাহত৷ আজ ব্রেন্ট ক্রুডের দাম কমে ৭০ ডলারের আশপাশে পৌঁছে গিয়েছে৷ ডব্লিউটিআইয়ের দাম আজ যাচ্ছে ব্যারেল প্রতি ৬৭.৯৪ ডলার৷ আজ সকালে দেশের সরকারি তেল সংস্থাগুলির জারি করা নতুন দাম অনুযায়ী, বেশ কিছু শহরে বদল এসেছে জ্বালানি তেলের দামে৷
তবে, তেলের দামে এই হেরফেরের প্রভাব পড়েনি চার মহানগরীতে৷ কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে আজও স্থিতিশীল জ্বালানি তেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৯০.০৫ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৬৬ টাকা
আরও পড়ুন: হাতে অঢেল সময়? রিটায়ারমেন্ট পর এই ব্যবসা শুরু করে হতে পারেন মালামাল !
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।