নয়াদিল্লি: প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ডিজেলের নতুন দাম জারি করে দেশের সরকারি তেল সংস্থাগুলি৷ আজকের নতুন দাম অনুযায়ী, দেশের বেশ কিছু শহরে বেড়েছে এবং বেশ কিছু শহরে কমছে জ্বালানি তেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৭৯ টাকা, ডিজেল ৮৯.৯৬ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
লখনউ- পেট্রোল ৯৬.৫৭ টাকা, ডিজেল ৮৯.৭৬ টাকা
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
আরও পড়ুন: PPF না কি NSC? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ দেখে নিন!দেশের বিভিন্ন শহরে পেট্রোল ডিজেলের দাম বিভিন্ন হওয়ার মূল কারণ হল ট্যাক্স৷ প্রতিটি রাজ্যে সরকার আলাদা আলাদা রেটে ট্যাক্স আদায় করে, তাই বদলে যায় ট্যাক্সের দাম৷ তাছাড়া শহরগুলির নিজস্ব ট্যাক্স ব্যবস্থাও রয়েছে, যাকে লোকাল বডি ট্যাক্স বলা হয়৷ এই লোকাল ট্যাক্সের প্রভাবেও বদলে যায় পেট্রোল ডিজেলের দাম৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।