নয়াদিল্লি: গতকাল সামান্য কমলেও আজ ফের উর্ধ্বমুখী বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দাম আজ ব্যারেল প্রতি ৮২.৯৮ ডলার হয়েছে৷ ডব্লিউটিআইয়ের দাম ব্যারেল প্রতি ৭৯.০১ ডলার হয়েছে৷
জ্বালানি তেলের ক্ষেত্রে ভারত মূলত বিদেশ থেকে আমদানির ওপর নির্ভরশীল৷ তাই, বিশ্বের বাজারে জ্বালানির দামে বদলের প্রভাব দেখা যায় দেশের বাজারে৷ ফলে দেশের বেশ কিছু শহরে আজ বদলেছে পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৭৩ টাকা, ডিজেল ৯৪.৩৩ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা
আরও পড়ুন: ২১ বছর বয়সেই মেয়ে হবে ৬৩ লাখ টাকার মালিক, কোথায়-কীভাবে বিনিয়োগ করবেন দেখে নিন!লখনউ- পেট্রোল ৯৬.৪৭ টাকা, ডিজেল ৮৯.৬৬ টাকা
পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।