নয়াদিল্লি: গত কয়েকদিনের স্বস্তির পর ফের একবার বাড়ল বিশ্বের বাজারে অশোধিত তেলের দাম৷ ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে আজ ব্যারেল প্রতি ৭৫.০৫ ডলার হয়েছে৷ এর প্রভাবে দেশের বাজারেও বদল এসেছে জ্বালানি তেলের দামে৷ ডব্লিউবিটিআইয়ের দাম আজ সামান্য বেড়ে ব্যারেল প্রতি ৬৯.৩৩ ডলার হয়েছে৷ অশোধিত তেলের দামের বৃদ্ধির প্রভাব পড়েছে দেশের বাজারে জ্বালানি তেলের দামে৷ দেশের বেশ কিছু শহরে আজ বদলেছে জ্বালানি তেলের দাম৷
তবে দেশের প্রধান চার শহরে, অর্থাৎ দিল্লি, কলকাতা, মুম্বাই এবং চেন্নাইতে আজও একইভাবে অপরিবর্তিত পেট্রোল ডিজেলের দাম৷
দিল্লি- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা
কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা
চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা
আরও পড়ুন: PAN না থাকলে কি ১ এপ্রিল থেকে অবৈধ হবে আধারও! জেনে নিন
গাজিয়াবাদ- পেট্রোল ৯৬.২৬ টাকা, ডিজেল ৮৯.৪৫ টাকা
নয়ডা- পেট্রোল ৯৬.৯২ টাকা, ডিজেল ৯০.০৮ টাকা
আরও পড়ুন: মধ্যবিত্তের জন্য বড় খবর! ১৫ মাসে সব থেকে সস্তা অপরিশোধিত তেল, পেট্রোল-ডিজেলের দাম কমবে?
লখনউ- পেট্রোল ৯৬.৪৩ টাকা, ডিজেল ৮৯.৬৩ টাকা
গুরুগ্রাম- পেট্রোল ৯৬.৯২ টাকা, ডিজেল ৮৯.৭৯ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।