#নয়াদিল্লি: বুধবার পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি সরকারি তেল সংস্থাগুলি ৷ এর জেরে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ ৷ দেশের রাজধানী-সহ সমস্ত শহরেই এদিন অপরিবর্তিত রইল তেলের দাম ৷ এদিন দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৮০.৪৩ টাকা, ডিজেলের দাম ৭৩.৫৬ টাকা ৷
সাধারণত প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম বদল করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যোগ করার পর উপভোক্তাদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে নির্ধারিত করা হয় পেট্রোল ও ডিজেলের দাম ৷
কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-
দিল্লি- পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৭৩.৫৬ টাকামুম্বই- পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৮০.১১ টাকা
কলকাতা- পেট্রোল ৮২.০৫ টাকা, ডিজেল ৭৭.০৬ টাকাচেন্নাই- পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকানয়ডা-পেট্রোল ৮১.১৪ টাকা, ডিজেল ৭৩.৮৭ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৭৮.৬৯ টাকা, ডিজেল ৭৪.০৩ টাকালখনউ- পেট্রোল ৮১.০৪ টাকা, ডিজেল ৭৩.৭৭ টাকাপটনা- পেট্রোল ৮৩.৩১ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকাজয়পুর- পেট্রোল ৮৭.৬০ টাকা, ডিজেল ৮২.৬২ টাকাএসএমএস-এর মাধ্যমেও যে কোনও ব্যক্তি তাদের শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের উপভোক্তারা RSP<ডিলার কোড> লিখে 9224992249 নম্বরে, বিপিসিএল উপভোক্তারা RSP<ডিলার কোড> লিখে 9223112222 নম্বরে ও এইচপিসিএল উপভোক্তারা HPPRICE<ডিলার কোড> লিখে 9222201122 নম্বরে পাঠিয়ে দিলেই জেনে যাবেন পেট্রোলও ডিজেলের দাম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fuel price