#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলির তরফে শনিবার সকালে পেট্রোল ও ডিজেলের জারি করা হয়ে গিয়েছে ৷ এদিন পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে তেল সংস্থাগুলি ৷ এই নিয়ে লাগাতার চতুর্থ দিন স্থির রয়েছে জ্বালানির দাম ৷ মঙ্গলবার পেট্রোলের দাম ১৫ পয়সা প্রতি লিটারে কম করা হয়েছিল ৷ ডিজেলের দামও কমেছিল ১৫ পয়সা প্রতি লিটার ৷ শনিবার দিল্লিতে পেট্রোল ১০১.৪৯ টাকা ও ডিজেল ৮৮.৯২ টাকা প্রতি লিটারে স্থির রয়েছে ৷ IOCL প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ আপনি কেবল একটি এসএমএস করে আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারেবন ৷
দেশের প্রায় ১৯ রাজ্যে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এই লিস্টে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখ সামিল রয়েছে ৷ এছাড়া মুম্বই, দিল্লি, কলকাতা, হায়দরাবাদ ও বেঙ্গালুরুতেও পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷
বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম
>> নয়াদিল্লি- পেট্রোল ১০১.৪৯ টাকা, ডিজেল ৮৮.৯২ টাকা
>> মুম্বই- পেট্রোল ১০৭.৫২ টাকা, ডিজেল ৯৬.৪৮ টাকা
>> চেন্নাই- পেট্রোল ৯৯.২০ টাকা, ডিজেল ৯৩.৫২ টাকা
>> কলকাতা- পেট্রোল ১০১.৮২ টাকা, ডিজেল ৯১.৯৮ টাকা
>> নয়ডা- পেট্রোল ৯৮.৭৯ টাকা, ডিজেল ৮৯.৪৯ টাকা
>> জয়পুর- পেট্রোল ১০৮.৪২ টাকা, ডিজেল ৯৮.০৬ টাকা
>> ভোপাল - পেট্রোল ১০৯.৯১ টাকা, ডিজেল ৯৭.৯২ টাকা
দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে ৷ আপনার শহরে কত হল জ্বালানির দাম সেটা ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন সহজেই ৷ RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে এসএমএস পাঠিয়ে পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diesel Price, Fuel price, Petrol price