হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
লাগাতার দাম বৃদ্ধি তেলের, পেট্রোল ও ডিজেলের দাম এবার প্রায় সমান সমান

লাগাতার দাম বৃদ্ধি তেলের, পেট্রোল ও ডিজেলের দাম এবার প্রায় সমান সমান

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডিজেলের উপর পেট্রোলের থেকে বেশি ভ্যাট লাগে ৷ তাই দাম বাড়ারের জেরে ডিজেলের দাম অনেকটাই বেড়েছে ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: মঙ্গলবার পেট্রোলের দাম ২০ পয়সা বেড়ে দিল্লিতে প্রতি লিটারে ৭৯.৭৬ টাকা হয়েছে ৷ দিল্লিতে এক লিটার ডিজেলের দাম ৫৫ পয়সা বেড়ে ৭৯.৪০ টাকা হয়েছে ৷ দিল্লিতে এদিন পেট্রোল ও ডিজেলের দামে মাত্র ৩৬ পয়সার পার্থক্য রয়েছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ডিজেলের উপর পেট্রোলের থেকে বেশি ভ্যাট লাগে ৷ তাই দাম বাড়ারের জেরে ডিজেলের দাম অনেকটাই বেড়েছে ৷

লকডাউনের সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম অনেকটাই কম ছিল ৷ তবে এক মাসে তা দ্বিগুণ হয়েছে ৷ অন্যদিকে সরকারের তরফে এক্সাইজ ডিউটি বাড়ানো হয় ৷ সেই সময় তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলে ট্যাক্স বৃদ্ধি করেনি ৷ তবে এখন দেশের বাজারে তেলের দাম বাড়িয়েই চলছে সংস্থাগুলি যাতে তাদের লাভের পরিমাণ ঠিক রাখতে পারে ৷

দিল্লি:১ লিটার পেট্রোলের দাম ৭৯.৭৬ টাকা

১ লিটার ডিজেলের দাম ৭৯.৪০ টাকা

নয়ডা:১ লিটার পেট্রোলের দাম ৮০.৫৭ টাকা১ লিটার ডিজেলের দাম ৭১.৬৬ টাকা

গুরুগ্রাম১ লিটার পেট্রোলের দাম ৭৭.৯৯ টাকা১ লিটার ডিজেলের দাম ৭১.৭৬ টাকা

লখনউ১ লিটার পেট্রোলের দাম ৮০.৪৬ টাকা১ লিটার ডিজেলের দাম ৭১.৫৮ টাকা

মু্ম্বই১ লিটার পেট্রোলের দাম ৮৬.৫৪ টাকা১ লিটার ডিজেলের দাম ৭৭.৭৬ টাকা

চেন্নাই১ লিটার পেট্রোলের দাম ৮৩.০৪ টাকা১ লিটার ডিজেলরে দাম ৭৬.৭৭ টাকা

কলকাতা১ লিটার পেট্রোলের দাম ৮১.৪৫ টাকা১ লিটার ডিজেলের দাম ৭৪.৬৩ টাকা

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Diesel, IOC, Petrol, Petrol And Diesel Price