#নয়াদিল্লি: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশের সাধারণ নাগরিকরা তার কোনও লাভ পাচ্ছেন না ৷ হু হু করে বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ৷ রবিবার ফের দেশের তেল সংস্থাগুলি HPCL, BPCL, IOC পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করল ৷ এই নিয়ে লাগাতার ১৫ দিন দাম বাড়ল জ্বালানির ৷
গত ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৭.৯৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম বেড়েছে ৮.৬৮ টাকা ৷ রবিবার দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৯.২৩ টাকা প্রতি লিটারে ৷ শনিবার দাম ছিল ৭৮.৮৮ টাকা ৷ এদিন পেট্রোলের দাম বেড়েছে ৩৫ পয়সা প্রতি লিটারে ৷ দিল্লিতে ডিজেলের দাম বেড়েছে ৬০ পয়সা প্রতি লিটারে ৷ এর জেরে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৭৮.২৭ টাকা প্রতি লিটারে ৷
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় বদল করে থাকে তেল সংস্থাগুলি ৷ এসএমএস-এর মাধ্যমেও আপনিও প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷ এছাড়া ফুয়েল@আইওসি অ্যাপ ডাউনলোড করতে হবে ৷
দিল্লি:
পেট্রোলের দাম ৭৯.২৩ টাকা
ডিজেলের দাম ৭৮.২৭ টাকামুম্বই:
পেট্রোলের দাম ৮৬.০৪ টাকাডিজেলের দাম ৭৬.৬৯ টাকা
কলকাতা:পেট্রোলের দাম ৮০.৯৫ টাকাডিজেলের দাম ৭৩.৬১ টাকা
চেন্নাই:পেট্রোলের দাম ৮২.৫৮ টাকাডিজেলের দাম ৭৫.৮০ টাকা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diesel, IOC, Petrol, Petrol and Diesel Prices