#নয়াদিল্লি: সরকারি তেল সংস্থাগুলি রবিবারও পেট্রোলও ডিজেলের দামে কোনও বদল করেনি ৷ দেশের রাজধানী দিল্লি-সহ সমস্ত রাজ্যে স্থির রয়েছে তেলের দাম ৷ রবিবার নিয়ে লাগাতার ৩৬ দিন পেট্রোল ও ডিজেলের অপরিবর্তিত রয়েছে৷ দেশের বাজারে ডিজেলের দাম শেষবার ২ অক্টোবর কম করা হয়েছিল ৷ এরপর থেকে ডিজেলের দাম স্থির রয়েছে ৷ পেট্রোলের দামে বদল শেষ বার ২২ সেপ্টেম্বর হয়েছিল ৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) -র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এদিন ১ লিটার পেট্রোলের দাম ৮১.০৬ টাকা ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ দিন রিকোভার করার পর ফের পড়তে শুরু করেছে ৷ এর পাশাপাশি বেশ কিছু দেশে ফের লকডাউন জারি করায় ডিমান্ড ফের কমে গিয়েছে ৷ এর জেরেই দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷
দিল্লিতে পেট্রোলের দাম ৮১.০৬ টাকা, ডিজেলের দাম টাকা ৷ কলকাতায় ৮ নভেম্বর পেট্রোলের দাম ৮২.৫৯ টাকায় স্থির রয়েছে ৷ ডিজেলের দাম ৭৩.৯৯ টাকা প্রতি লিটারে ৷
দেশের বাণিজ্যনগরী মুম্বইয়েও পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ এখানে ১ লিটার পেট্রোলের দাম ৮৭.৭৪ টাকা ৷ ডিজেলের দাম ৭৬.৮৬ টাকা ৷ অন্যদিকে, চেন্নাইয়ে ১ লিটার পেট্রোলের দাম ৮৪.১৪ টাকা ৷ ডিজেলের দাম ৭৫.৯৫ টাকা ৷
পেট্রোল ও ডিজেলের দাম আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের গ্রাহকরা RSP লিখে 9224992249 নম্বরে ও বিপিসিএল এর উপভোক্তারা RSP লিখে 9223112222 নম্বরে পাঠিয়ে জানতে পারবেন তেলের দাম ৷ এইচপিসিএল-এর উপভোক্তাদের HPPrice লিখে 9222201122 নম্বরে পাঠাতে হবে ৷
এছাড়া https://www.iocl.com/Products/PetrolDieselPrices.aspx লিঙ্কে গিয়ে ৪১টি শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol price