#নয়াদিল্লি: চলতি মাসে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ায়নি সরকারি তেল সংস্থাগুলি ৷ এর আগে ২ অক্টোবর ডিজেলের দাম কমানো হয়েছিল ৷ অন্যদিকে পেট্রোলের দাম অপরিবর্তিত রয়েছে প্রায় ৩৬ দিন ৷ পেট্রোলের দাম শেষবার ২২ সেপ্টেম্বর ৭-৮ পয়সা প্রতি লিটারে কমানো হয়েছিল ৷ তবে করোনা মহামারির জেরে দেশজুড়ে যে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে তার জেরে আগামী দিনে তেলের দাম বাড়াতে পারে সরকার ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম লাগু করা হয়ে থাকে ৷ পেট্রোল ও ডিজেলের দামে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর গ্রাহকদের প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় ৷ ডলারের তুলনায় টাকার মূল্যের পাশাপাশি আন্তর্জাতির বাজারে অপরিশোধিত তেলের দামের উপর নির্ভর করে পেট্রোল ও ডিজেলের দাম ৷
দেখে নিন কোন শহরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম-দিল্লি- পেট্রোল ৮১.০৬ টাকা, ডিজেল ৭০.৪৬ টাকামুম্বই- পেট্রোল ৮৭.৭৪ টাকা, ডিজেল ৭৬.৮৬ টাকা
কলকাতা- পেট্রোল ৮২.৫৯ টাকা, ডিজেল ৭৩.৯৯ টাকাচেন্নাই- পেট্রোল ৮৪.১৪ টাকা, ডিজেল ৭৫.৯৫ টাকানয়ডা- পেট্রোল ৮১.৫৮ টাকা, ডিজেল ৭০.০০ টাকালখনউ- পেট্রোল ৮১.৪৮ টাকা, ডিজেল ৭০.৯১ টাকাপটনা- পেট্রোল ৭৩.৭৩ টাকা, ডিজেল ৭৬.১০ টাকাচন্ডীগড়- পেট্রোল ৭৭.৯৯ টাকা, ডিজেল ৭০.১৭ টাকাপেট্রোল ও ডিজেলের দাম আপনি এসএমএস-এর মাধ্যমেও জানতে পারবেন ৷ ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, RSP ও শহরের কোড লিখে 9224992249 নম্বরে পাঠিয়ে দিতে হবে ৷ প্রত্যেক শহরের কোড আলাদা আলাদা হয় যা আপনি আইওসিএল-এর ওয়েবাসইটে পেয়ে যাবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Fuel price, Petrol price