হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত ...

পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি, দেখে নিন আপনার শহরে কত ...

সাধারণত প্রতিদিন তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে তেল সংস্থাগুলি ৷ সকাল ৬ টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: লাগাতার ডিজেলের দাম বৃদ্ধির জেরে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ফল-সবজি থেকে জিনিসপত্রের দাম ৷ স্বাভাবিক ভাবেই মৃল্যবৃদ্ধির জেরে নাজেহাল সাধারণ মানুষ ৷ একদিকে করোনা পরিস্থিতির মধ্যে অনেকেই আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছেন তার মধ্যে লাগাতার দাম বাড়তে থাকায় মাথায় হাত মধ্যবিত্তের ৷ দিল্লিতে ডিজেলের দাম প্রায় ৮২ টাকা ছুঁতে চলেছে ৷ সরকারি তেল সংস্থাগুলি রবিবার ডিজেলের দাম লিটার প্রতি ১৫ পয়সা বাড়িয়েছে ৷ এর জেরে ডিজেলের দাম বেড়ে হয়েছে ৮১.৯৪ টাকা ৷ তবে গত দু’দিনে ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে ৷ অন্যদিকে পেট্রোলের দাম গত একমাসে বাড়ানো হয়নি ৷ দিল্লিতে ১ লিটার পেট্রোলের দাম ৮০.৪৩ টাকা ৷

সাধারণত প্রতিদিন তেলের দাম নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে তেল সংস্থাগুলি ৷ সকাল ৬ টা থেকে নতুন দাম লাগু করা হয় ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপর এক্সসাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যোগ করে দ্বিগুণ দাম দিয়ে কিনতে হয় উপভোক্তাদের ৷

কোন শহরে কত পেট্রোল ও ডিজেলের দাম

দিল্লি- পেট্রোল ৮০.৪৩ টাকা, ডিজেল ৮১.৯৪ টাকামুম্বই- পেট্রোল ৮৭.১৯ টাকা, ডিজেল ৮০.১১ টাকা

কলকাতা- পেট্রোল ৮২.১০ টাকা, ডিজেল ৭৭.০৪ টাকাচেন্নাই- পেট্রোল ৮৩.৬৩ টাকা, ডিজেল ৭৮.৮৬ টাকানয়ডা- পেট্রোল ৮১.০৮ টাকা, ডিজেল ৭৩.৮৩ টাকাগুরুগ্রাম- পেট্রোল ৭৮.৬৪ টাকা, ডিজেল ৭৩.৯৮ টাকালখনউ- পেট্রোল ৮০.৯৮ টাকা, ডিজেল ৭৩.৭৬ টাকাপটনা- পেট্রোল ৮৩.৩১ টাকা, ডিজেল ৭৮.৭২ টাকাজয়পুর- পেট্রোল ৮৭.৫৭ টাকা, ডিজেল ৮২.৬৪ টাকা

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Diesel Price, Fuel price, IOC, Petrol price