#নয়াদিল্লি: গত এক সপ্তাহে লাগাতার দাম বেড়ে চলেছে পেট্রোল ও ডিজেলের ৷ এর জেরে মঙ্গলবার পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে সর্বকালীন রেকর্ড তৈরি করেছে ৷ দেশের একাধিক শহরে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ সরকারি তেল সংস্থার তরফে জারি দাম অনুযায়ী, পেট্রোলের দাম প্রতিদিন ২৭ পয়সা ও ডিজেলের দাম ৩০ পয়সা প্রতি লিটার বাড়ানো হয়েছে ৷ সোমবার পেট্রোলের দাম ২৬ পয়সা ও ডিজেলের দাম ৩৩ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
আইআইএফএল সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট অনুজ গুপ্ত জানিয়েছেন, চাহিদা বাড়তে থাকায় অপরিশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে ৷ মনে করা হচ্ছে এই মাসের শেষে ব্রেন্ট ক্রুডের দাম ৭৫ ডলার প্রতি ব্যারেল হয়ে যেতে পারে ৷ এরকম হলে ভারতের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৩ থেকে ৪টাকা বাড়তে পারে ৷
দেখে নিন কোন কোন শহরে ১০০ টাকা পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম
শ্রীগঙ্গানগরে পেট্রোলের দাম ১০২.৭০ টাকা, ডিজেল ৯৫.০৬ টাকা অনুপপুরে পেট্রোলের দাম ১০২.৪০ টাকা , ডিজেল ৯৩.০৬ টাকা রিবাতে পেট্রোলের দাম ১০২.০৪ টাকা, ডিজেল ৯২.৭৩ টাকা পরবনি পেট্রোলের দাম ১০০.৫০ টাকা, ডিজেল ৯০.৪১ টাকা ইন্দোরে পেট্রোলের দাম ৯৯.৯০ টাকা, ডিজেল ৯০.৭৭ টাকা ভোপালে পেট্রোলের দাম ৯৯.৮৩ টাকা, ডিজেল ৯০.৬৮ টাকা
পাশাপাশি দেখে নিন ৪ মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯১.৯০ টাকা, ডিজেল ৮২.৩৬ টাকা মুম্বই- পেট্রোল ৯৮.১২ টাকা, ডিজেল ৮৯.৪৮ টাকা চেন্নাই- পেট্রোল ৯৩.৬২ টাকা, ডিজেল ৮৭.২৫ টাকা কলকাতা- পেট্রোল ৯১.৯২ টাকা, ডিজেল ৮৫.২০ টাকা
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় জারি করে থাকে সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের উপরে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol price