#নয়াদিল্লি: পেট্রোল ও ডিজেলের (Petrol and Diesel Price) দাম শনিবারও কোনও বদল করা হয়নি ৷ সরকারি তেল সংস্থাগুলি শনিবার নিয়ে লাগাতার নবম দিন তেলের দাম অপরিবর্তিত রেখেছ ৷ গত বৃহস্পতিবার পেট্রোলের দাম ১৬ পয়সা ও ডিজেলের দাম ১৪ পয়সা কমানো হয়েছিল ৷ শনিবারও পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে ৷ এদিন দিল্লিতে পেট্রোল দাম ৯০.৪০ টাকা, ডিজেলের দাম ৮০.৭৩ টাকা ৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ফের একবার বাড়তে শুরু করেছে ৷ ডলারের তুলনায় টাকার মূল্য এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের উপরে নির্ভর করে দেশে বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷
প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম জারি করে থাকে সরকারি সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দামের সঙ্গে এক্সাইজ ডিউটি, ডিলার কমিশন ও অন্যান্য চার্জ যুক্ত করার পর প্রায় দ্বিগুণ দাম দিয়ে তেল কিনতে হয় উপভোক্তাদের ৷
বিভিন্ন শহরে আজকে পেট্রোল ও ডিজেলের দাম
দিল্লি- পেট্রোল ৯০.৪০ টাকা, ডিজেল ৮০.৭৩ টাকা
মু্ম্বই- পেট্রোল ৯৬.৮৩ টাকা, ডিজেল ৮৭.৮১ টাকাচেন্নাই- পেট্রোল ৯২.৪৩ টাকা, ডিজেল ৮৫.৭৫ টাকাকলকাতা- পেট্রোল ৯০.৬২ টাকা, ডিজেল ৮৩.৬১ টাকানয়ডা- পেট্রোল ৮৮.৭৯ টাকা, ডিজেল ৮১.১৯ টাকাবেঙ্গালুরু- পেট্রোল ৯৩.৪৩ টাকা, ডিজেল ৮৫.৬০ টাকাভোপাল- পেট্রোল ৯৮.৪১ টাকা, ডিজেল ৮৮.৯৮ টাকাচন্ডীগড়- পেট্রোল ৮৬.৯৯ টাকা, ডিজেল ৮০.৪৩ টাকাপটনা- পেট্রোল ৯২.৭৪ টাকা, ডিজেল ৮৫.৯৭ টাকালখনউ- পেট্রোল ৮৮.৭২ টাকা, ডিজেল ৮১.১৩ টাকানিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Petrol price