#নয়াদিল্লি: করোনা সঙ্কটের মধ্যেই লাগাতার সমস্যা বেড়ে চলেছে সাধারণ মানুষের ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম পড়তে থাকলেও তার সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ ৷ শুক্রবার দেশের ওয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL, IOC ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের ৷ এই নিয়ে এটা লাগাতার ১৩ দিন দাম বাড়ল জ্বালানির ৷ গত ১৩ দিনে পেট্রোলের দাম বেড়েছে ৭.০৯ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম বেড়েছে ৭.৬৭ টাকা প্রতি লিটারে ৷
দিল্লিতে শুক্রবার পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৭৮.৩৭ টাকা ৷ বৃহস্পতিবার দাম ছিল ৭৬.৪৩ টাকা প্রতি লিটারে ৷ দিল্লিতে ডিজেলের দাম ৬৩ পয়সা বেড়ে হয়েছে ৭৭.০৬ টাকা প্রতি লিটার ৷ পেট্রোলের দাম বেড়েছে ৫৬ পয়সা ৷
মুম্বই:পেট্রোলের দাম ৮৫.২১ টাকা প্রতি লিটারেডিজেলের দাম ৭৫.৫৩ টাকা প্রতি লিটারে
কলকাতা:পেট্রোলের দাম ৮০.১৩ টাকা প্রতি লিটারেডিজেলের দাম ৭২.৫৩ টাকা প্রতি লিটারে
চেন্নাই:পেট্রোলের দাম ৮১.৮২ টাকা প্রতি লিটারেডিজেলের দাম ৭৪.৭৭ টাকা প্রতি লিটারে
পেট্রোল ও ডিজেলের দাম প্রতিদিন সকাল ৬টায় বদল করে তেল সংস্থাগুলি ৷ এসএমএস এর মাধ্যমে পেট্রোল ও ডিজেলের দাম আপনিও জানতে পারবেন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diesel, Fuel price, IOC, Petrol, Petrol And Diesel Price