#নয়াদিল্লি: দেশের ওয়েল মার্কেটিং সংস্থাগুলি (HPCL, BPCL, IOC) মঙ্গলবার নিয়ে লাগাতার ১০ দিন দাম বাড়াল পেট্রোল-ডিজেলের ৷ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৬.৭৩ টাকা প্রতি লিটারে ৷ সোমবার দাম ছিল ৭৬.২৬ পয়সা ৷ অন্যদিকে ডিজেলের দাম বেড়ে ৭৫.১৯ টাকা হয়েছে প্রতি লিটারে ৷ সোমবার ডিজেলের দাম ছিল ৭৪.৬২ টাকা ৷
সরকারি তেল সংস্থা IOC-র ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে ৪৭ পয়সা ৷ ডিজেলের দাম বেড়েছে ৫৭ পয়সা ৷ এই নিয়ে ১০ দিনে পেট্রোলের দাম বেড়েঠে ৫.৪৭ টাকা প্রতি লিটারে ৷ ডিজেলের দাম বেড়েছে ৫.৮০ টাকা ৷ গত ২১ মাসে পেট্রোলের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ দাম ৷
দিল্লি:
১ লিটার পেট্রোলের দাম ৭৬.৭৩ টাকা১ লিটার ডিজেলের দাম ৭৫.১৯ টাকা
মুম্বই:
১ লিটার পেট্রোলের দাম ৮৩.৬২ টাকা১ লিটার ডিজেলের দাম ৭৩.৭৫ টাকা
কলকাতা
১ লিটার পেট্রোলের দাম ৭৮.৫৫ টাকা১ লিটার ডিজেলের দাম ৭০.৮৪ টাকা
চেন্নাই
১ লিটার পেট্রোলের দাম ৮০.৩৭ টাকা১ লিটার ডিজেলের দাম ৭৩.১৭ টাকা
তেল সংস্থাগুলি ৭ জুন থেকে পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা শুরু করেছে ৷ এরপর ১০ দিনে পেট্রোলের দাম বেড়েছে প্রায় ৫.৪৭ টাকা ৷ ডিজেলের দাম বেড়েছে ৫.৮০ টাকা ৷ মার্চ মাসে সরকারের তরফে এক্সাইজ ডিউটি বাড়ানো হয়েছিল ৷ কিন্তু এরপরও তেল সংস্থাগুলি তেলের উপর ট্যাক্স সেই সময় বৃদ্ধি করেনি ৷ এর জেরে এখন প্রতিদিন দাম বাড়িয়ে চলেছে তেল সংস্থাগুলি ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Diesel, IOC, Petrol, Petrol And Diesel Price