#নয়াদিল্লি: লাগাতার দাম বেড়েই চলেছে পেট্রোল ও ডিজেলের ৷ মঙ্গলবার নিয়ে তৃতীয় দিন ওয়েল মার্কেটিং সংস্থা HPCL, BPCL, IOC পেট্রোলের দাম বাড়িয়েছে ৷ দিল্লিতে এদিন পেট্রোলের দাম ৫৪ পয়সা প্রতি লিটারে বেড়ে হয়েছে ৭৩ টাকা প্রতি লিটার ৷ ডিজেলের বেড়ে হয়েছে ৭১.১৭ টাকা প্রতি লিটার ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় দেশে পেট্রোল ও ডিজেলের দাম বেড়েই চলেছে ৷ যেহেতু ভারত দরকারের ৮০ শতাংশ তেল আমদানি করে থাকে অপরিশোধিত তেলের দাম বাড়ায় বাড়ছে জ্বালানির দাম ৷ এই ভাবে দাম বাড়তে থাকায় সমস্যায় পড়তে চলেছেন সাধারণ মানুষ ৷
মঙ্গলবার নয়ডায় ১ লিটার পেট্রোলের দাম ৭৫.৩৮ টাকা হয়ে গিয়েছে ৷ ডিজেলের দাম হয়েছে লিটারপ্রতি ৬৫.৩৪ টাকা ৷
মুম্বইয়ে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮০.০১ টাকা হয়েছে ৷ ডিজেলের দাম হয়েছে ৬৯.৯২ টাকা ৷
চেন্নাইয়ে পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৭৭.০৮ টাকা ৷ ডিজেলের দাম হয়েছে ৬৭.২৩ টাকা ৷
কলকাতায় এদিন পেট্রোলের দাম বেড়ে হয়েছে ৭৪.৯৮ টাকা প্রতি লিটার ৷ ডিজেল ৬৭.২৩ টাকা ৷
দেশের তিনটি তেল সংস্থা HPCL, BPCL, IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের নতুন দাম লাগু করে থাকে ৷ নতুন রেট সম্পর্কে ওয়েবসাইটে গিয়ে জানা যেতে পারে ৷ এছাড়া মোবাইল থেকে এসএমএস পাঠিয়েও পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন ৷