#নয়াদিল্লি: কখনও ভেবে দেখেছেন কোনও কাজ না করার জন্য যদি আপনাকে টাকা দেওয়া হয় তাহলে কেমন লাগবে ? প্রথমে শুনে সকলেরই এটা আশ্চর্য লাগবে ৷ কাজ না করার জন্য টাকা তাও আবার ১.৪১ লক্ষ ? কিন্তু জামার্নিতে এটাই সত্যি হচ্ছে ৷ একটি ইংরেজি সংবাদমাধ্যম জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে তরফে জানানো হয়েছে আবেদনকারীদের কোনও কিছু না করার জন্য পেমেন্ট দেওয়া হবে ৷
জার্মানির University of Fine Arts, Hamburg এবার “idleness grant” দেওয়ার পরিকল্পনা শুরু করেছে ৷ কোনও কাজ না করে বসে থাকার জন্য আবেদনকারীদের ১,৬০০ ইউরো দেওয়া হবে ৷ ভারতীয় মুদ্রায় ১.৪১ লক্ষ টাকা ৷
এর জন্য আবেদন জমা দিতে হবে ৷ সেখানে আপনাকে জানাতে হবে আপনি কী করতে চান এবং কতক্ষণ কাজ করতে চান না ৷ আপনার কেন মনে হয় কোনও একটি কাজ করার বিশেষ দরকার নেই ইত্যাদি ৷
এই বিশ্ববিদ্যালয় একটি কনসেপ্টের উপর কাজ করছে যার জন্য এই তথ্য সংগ্রহ করতে চাইছে তার জন্য এটা দরকার ৷ এই বিশেষ কনসেপ্ট সক্রিয় নিষ্ক্রিয়তার উপর বেশি জোর দিচ্ছে ৷ বিশ্ববিদ্যালয়ের তরফে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Germany