#মুম্বই: রহস্যজনক ভাবে গুগল প্লে স্টোর থেকে সরিয়ে নেওয়া হল পেমেন্ট অ্যাপ Paytm৷ পলিসি ভায়োলেশনের দায়েই Paytm-কে প্লেস্টোর থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে৷ তবে Paytm-এর পেমেন্ট অ্যাপটি সরিয়ে নেওয়া হলেও Paytm-এর অন্যান্য অ্যাপ যেমন Paytm for Business, Paytm Mall, Paytm Money-এর মতো অ্যাপগুলি এখনও প্লেস্টোরে দেখাচ্ছে৷ গুগল প্লে স্টোর থেকে সরানো হলেও অ্যাপেল অ্যাপ স্টোর থেকে এখনও Paytm ডাউনলোড করা যাচ্ছে৷
One97 Communications Ltd নামে একটি সংস্থার হাতে Paytm-এর মালিকানা রয়েছে৷ ট্যুইটারে বিবৃতি দিয়ে Paytm-এর তরফে বলা হয়েছে, 'নতুন ডাউনলোড বা আপডেটের জন্য Paytm অ্যান্ড্রয়েড অ্যাপটি সাময়িক ভাবে গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে না৷ খুব শিগগিরই তা ফিরে আসবে৷ আপনাদের সমস্ত অর্থই নিরাপদ এবং সুরক্ষিত রয়েছে৷ Paytm অ্যাপটিও আগের মতোই ব্যবহার করা যাচ্ছে৷'
অনলাইন জুয়া নিয়ে Google-এর নতুন গাইডলাইন না মানার জন্যই Paytm-কে প্লে স্টোর থেকে সরানো হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে৷ তবে গুগলের গাইডলাইন মেনে যাতে Paytm অ্যাপটি প্লে স্টোরে ফিরিয়ে আনা যায়, সেই দু' পক্ষে আলোচনা চলছে বলে জানা গিয়েছে৷ ভারতীয় সংস্থা One97 Communications Ltd এই জনপ্রিয় পেমেন্ট অ্যাপটি ভারতের বাজারে এনেছিল৷ এই সংস্থার কর্ণধার বিজয় শেখর শর্মা৷ তবে চিনের আলিবাবা গোষ্ঠীর সহযোগী সংস্থা Ant Financials পেটিএম-এ বিপুল বিনিয়োগ করেছিল৷