#হরিদ্বার: স্বাধীনতা দিবসে পতঞ্জলির বিশেষ ঘোষণা ৷ বাজারে আসতে চলেছে পতঞ্জলি অ্যাপ কিম্ভো ৷ এইমাসের শেষে ২৭শে অগস্ট এই নতুন অ্যাপ বাজারে আনছে পতঞ্জলি ৷ পরীক্ষামূলকভাবে এই অ্যাপ এসেছে গুগল প্লে স্টোরে ৷ অ্যাপেল স্টোরেও মিলবে পতঞ্জলির অ্যাপ ৷ সংস্কৃত শব্দ কিম্ভো-র অর্থ কেমন আছো ৷ আপাতত এই কিম্ভোকেই বাজি করে বাজারে আসছে পতঞ্জলি ৷ নতুন প্রযুক্তি সমৃদ্ধ এই অ্যাপ জনপ্রিয় হোয়াটসঅ্যাপ-কে টক্কর দেবে বলেই মত পতঞ্জলি প্রতিষ্ঠাতাদের ৷ এই অ্যাপ একেবারে সুরক্ষিত এবং স্বদশী, মত কর্তাদের ৷
আরও পড়ুন আয়ুষ্মান যোজনার স্বাস্থ্য বিমার আওতায় আপনি কী আছেন ? দেখে নিন এইভাবে...
দেশের মানুষ বিশ্বাস রাখতে পারবেন এই অ্যাপে কারণ এর থেকে কোনভাবে তথ্য চুরি হবে না, আশ্বাস পতঞ্জলি কর্তাদের ৷ এবছর ৩০শে মে কিম্ভো অ্যাপটি জনসমক্ষে নিয়ে আসা হয় ৷ কিন্তু তারপরই নানা প্রযুক্তিগত ত্রুটির কারণে অ্যাপটিকে সরিয়েও ফেলা হয় একদিনের মধ্যেই ৷ এবার সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়ে বাজরে আসছে কিম্ভো ৷
T-2 उनके सुधार के साथ विधिवत 27 अगस्त 2018 को लॉन्च करेंगे । आपके सुझाव व समीक्षा का हम स्वागत करते है । आओ लॉन्च से पहले ही इस स्वदेशी “किम्भो:” को पूरी दुनिया में गूंजा दे। स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं । भारत माता की जय । डाउनलोड करे https://t.co/rpiao1Tm0T pic.twitter.com/BJEBI8myFE
— Acharya Balkrishna (@Ach_Balkrishna) August 15, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kimbho App, Patanjali