#নয়াদিল্লি: সরকারের উদারতার প্রশংসা করতেই হয়। শেষ যা খবর এসেছিল, তাতে ৩১ মার্চ পর্যন্ত আধার কার্ড আর প্যান কার্ড লিংক করার শেষ সুযোগ দেওয়া হয়েছিল। তার পরে পুরনো অর্থবর্ষ শেষ হয়ে শুরু হয়েছে নতুন অর্থবর্ষ, কিন্তু এখনও অনেকে তাঁদের আধার আর প্যান কার্ড লিংক করেননি। তাই শেষবারের মতো একটা সুযোগ দিচ্ছে সরকার, জানিয়েছে যে ৩০ জুন, ২০২১ তারিখের মধ্যে এই কাজ সেরে ফেলতে হবে।
সরকার এবার দৃঢ়প্রতিজ্ঞ, এই তারিখের পরে আর একদিনও সময় দেওয়া হবে না। জুন মাস পর্যন্ত অনেকটা সময় থাকছে হাতে, তার মধ্যেও কেউ যদি গাফিলতি করে কাজ ফেলে রাখেন, তাহলে তাঁর কাছ থেকে জরিমানা আদায় করা হবে। তবে সেই জরিমানার আর্থিক অঙ্কটা ঠিক কত, তা এখনই স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। জানা গিয়েছে যে ১০০০ টাকার মধ্যেই তা হবে, তার বেশি নয়।
অতএব, সুরক্ষিত থাকতে দেখে নেওয়া যাক কী ভাবে আধার আর প্যান কার্ড ঘরে বসে অনলাইনে কয়েক ক্লিকে লিংক করে ফেলা যায়!
১. সবার আগে যেতে হবে https://www.incometaxindiaefiling.gov.in/home ওয়েবসাইটে। রেজিস্টার করা না থাকলে একটা অ্যাকাউন্ট বানাতে হবে।
২. এর পর লগ-ইন আইডি, পাসওয়ার্ড, জন্মতারিখ এবং ক্যাপচা কোড টাইপ করে লগ-ইন করতে হবে।
৩. লগ-ইন করার সঙ্গে সঙ্গে একটা উইন্ডো পপ-আপ করবে, সেখানে আধার আর প্যান কার্ড লিংক করার কথা বলা থাকবে।
৪. চাইলে প্রোফাইল সেটিংস-এ গিয়ে সেখান থেকেও বেছে নেওয়া যায় Link Aadhaar অপশন।
৫. এর পর আধার কার্ডের তথ্য চাইপ করতে হবে ভালো করে মিলিয়ে নিয়ে।
৬. সব তথ্য মিলিয়ে নিয়ে আধার কার্ডের নম্বর দিতে হবে এবং ক্লিক করতে হবে link now অপশনে।
৭. একটা মেসেজ এসে জানিয়ে দেবে যে কাজ সম্পন্ন হয়েছে সাফল্যের সঙ্গে।
তা-ও দেখে নেওয়া ভালো যে সত্যি সত্যিই আধার আর প্যান কার্ড লিংক হয়েছে কি না! তার জন্য অনুসরণ করতে হবে এই ধাপগুলো-
১. এক্ষেত্রেও প্রথম ধাপটা আগের মতোই, www.incometaxindiaefiling.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
২. লগ-ইন করা না থাকলে সেটা সেরে ফেলতে হবে। তার পরে প্রোফাইল সেটিংস থেকে বেছে নিতে হবে Link Aadhaar অপশন।
৩. এর পর একটা নতুন পেইজ খুলে যাবে, সেখানে ক্লিক করতে হবে click here to view the status অপশনে।
৪. এবার প্যান আর আধার কার্ডের নম্বর টাইপ করতে হবে।
৫. স্টেটাস জানিয়ে দেবে এই দুই কার্ড লিংক হয়েছে কি না!
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Aadhaar card, Pan Card