#নয়াদিল্লি: কেওয়াইসি ডকুমেন্ট না থাকার কারণে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারছেন না ? এবার আর চিন্তার কোনও কারণ নেই ৷ স্টেট ব্যাঙ্ক এবার ১৮ বছরের উপরের ব্যক্তিদের জন্য এরকম একটি বেসিক সেভিংস ডিপোজিট স্মল অ্যাকাউন্টের (SBI Basic savings Deposit Small Account) সুবিধা দিচ্ছে ৷ এর জেরে সমাজের গরিব মানুষদের সুবিধা হতে চলেছে যাঁদের কাছে কোনও ডকুমেন্ট নেই ৷ কোনও অতিরিক্ত চার্জ বা ফি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে যাতে তারাও ভবিষ্যতের জন্য কিছু সেভিংস করতে পারেন ৷
এই অ্যাকাউন্ট খোলার পর যদি কেওয়াইসি ডকুমেন্ট জমা দেন তাহলে অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে বদল করে দেওয়া হবে ৷
যদি কোনও ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য হন তাহলে তিনি এই সুবিধা নিতে পারবেন ৷ এই অ্যাকাউন্টটি ব্যক্তিগত, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে খুলতে পারবেন ৷
এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুবিধা সমস্ত এসবিআই ব্রাঞ্চে মিলবে ৷ স্টেট ব্যাঙ্কের স্পেশালাইজড শাখা যেমন PBBs, SPB, MCG, CAG এই সুবিধা মিলবে না ৷ স্টেট ব্যাঙ্কের খবর অনুযায়ী, এই অ্যাকাউন্টে কোনও সময়ই মোট ব্যালেন্স ৫০,০০০ টাকার বেশি যাতে না হয় ৷ পাশাপাশি এক মাসে ১০ হাজার টাকার বেশি লেনদেন যেন না হয় ৷ কোনও একটি আর্থিক বছরে মোট ক্রেডিট অ্যামাউন্ট ১ লক্ষ টাকার বেশি যেন না হয় ৷
অ্যাকাউন্টে ৫০,০০০ টাকার বেশি ব্যালেন্স ও ১ লক্ষ টাকার বেশি ক্রেডিট হয়ে গেলে লেনদেন করতে পারবেন না ৷ এরপর কেওয়াইসি ডকুমেন্ট জমা দিলে তবেই পরিষেবা চালু করা হবে ৷ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসে কেবল ৪ বার টাকা তোলা যাবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Savings Account