হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
KYC ছাড়া স্টেট ব্যাঙ্কে খোলা যাবে সেভিংস অ্যাকাউন্ট, মিলবে একাধিক সুবিধা

KYC ছাড়া স্টেট ব্যাঙ্কে খোলা যাবে সেভিংস অ্যাকাউন্ট, মিলবে একাধিক সুবিধা

কোনও অতিরিক্ত চার্জ বা ফি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে যাতে তারাও ভবিষ্যতের জন্য কিছু সেভিংস করতে পারেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: কেওয়াইসি ডকুমেন্ট না থাকার কারণে ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারছেন না ? এবার আর চিন্তার কোনও কারণ নেই ৷ স্টেট ব্যাঙ্ক এবার ১৮ বছরের উপরের ব্যক্তিদের জন্য এরকম একটি বেসিক সেভিংস ডিপোজিট স্মল অ্যাকাউন্টের (SBI Basic savings Deposit Small Account) সুবিধা দিচ্ছে ৷ এর জেরে সমাজের গরিব মানুষদের সুবিধা হতে চলেছে যাঁদের কাছে কোনও ডকুমেন্ট নেই ৷  কোনও অতিরিক্ত চার্জ বা ফি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সুবিধা দেওয়া হচ্ছে যাতে তারাও ভবিষ্যতের জন্য কিছু সেভিংস করতে পারেন ৷

এই অ্যাকাউন্ট খোলার পর যদি কেওয়াইসি ডকুমেন্ট জমা দেন তাহলে অ্যাকাউন্টটি রেগুলার সেভিংস অ্যাকাউন্টে বদল করে দেওয়া হবে ৷

যদি কোনও ব্যক্তি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার জন্য যোগ্য হন তাহলে তিনি এই সুবিধা নিতে পারবেন ৷ এই অ্যাকাউন্টটি ব্যক্তিগত, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে খুলতে পারবেন ৷

এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সুবিধা সমস্ত এসবিআই ব্রাঞ্চে মিলবে ৷ স্টেট ব্যাঙ্কের স্পেশালাইজড শাখা যেমন PBBs, SPB, MCG, CAG এই সুবিধা মিলবে না ৷ স্টেট ব্যাঙ্কের খবর অনুযায়ী, এই অ্যাকাউন্টে কোনও সময়ই মোট ব্যালেন্স ৫০,০০০ টাকার বেশি যাতে না হয় ৷ পাশাপাশি এক মাসে ১০ হাজার টাকার বেশি লেনদেন যেন না হয় ৷ কোনও একটি আর্থিক বছরে মোট ক্রেডিট অ্যামাউন্ট ১ লক্ষ টাকার বেশি যেন না হয় ৷

অ্যাকাউন্টে ৫০,০০০ টাকার বেশি ব্যালেন্স ও ১ লক্ষ টাকার বেশি ক্রেডিট হয়ে গেলে লেনদেন করতে পারবেন না ৷ এরপর কেওয়াইসি ডকুমেন্ট জমা দিলে তবেই পরিষেবা চালু করা হবে ৷ এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মাসে কেবল ৪ বার টাকা তোলা যাবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Savings Account