#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারীর মাঝেই পয়লা জুন অর্থাৎ আগামিকাল থেকে লাগু হতে চলেছে এক রাষ্ট্র এক রেশন কার্ড ৷ প্রথমে ২০টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হবে ৷ রেশন কার্ডের সুবিধা বিপিএল কার্ডহোল্ডাররা পেয়ে থাকেন ৷ এক রাষ্ট্র এক রেশন কার্ড লাগু হওয়ার পর দারিদ্র সীমার নীচের মানুষেরা দেশের যে কোনও প্রান্তের যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ দেখে নিন নতুন নিয়ম-
এই যোজনায় পিডিএসের সুবিধাভোগীদের পরিচয় তাদের আধার কার্ডে ইলেক্ট্রনিক পয়েন্ট অফ সেল ডিভাইস থেকে করা হবে ৷ এই যোজনা গোটা দেশে লাগু করার জন্য সমস্ত পিডিএস দোকানে পিওএস মেশিন লাগানো হয়েছে ৷ রাজ্যগুলি যখন সমস্ত পিডিএস দোকানে ১০০ শতাংশ পিওএস মেশিন বসানোর রিপোর্ট দেবে তখন এক রাষ্ট্র এক রেশন কার্ড যোজনায় সামিল করা হবে ৷
এই যোজনা চালু হতেই দেশের যে কোনও রেশন দোকান থেকে রেশন তোলা যাবে কার্ড দেখিয়ে ৷ এর জন্য পুরনো রেশন কার্ড সারেন্ডার করতে হবে না এবং অন্য জায়গায় রেশন কার্ড তৈরি করার দরকার পড়বে না ৷
রেশন কার্ড দুটি ভাষায় জারি করা হবে ৷ একটি স্থানীয় ভাষায় ও অন্যটি ইংরেজি বা হিন্দিতে ৷ রেশন কার্ড হোল্ডাররা ৫ কিলো চাল বা ৩ টাকা কিলো দামে ও গম ২টাকা কিলো দামে মিলবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus, Lockdown, Modi Government, One Nation One Ration Card