হোম /খবর /ব্যবসা-বাণিজ্য /
আগামিকাল থেকে লাগু হতে চলেছে এক রাষ্ট্র এক রেশনকার্ড, দেখে নিন নতুন নিয়ম

আগামিকাল থেকে লাগু হতে চলেছে এক রাষ্ট্র এক রেশনকার্ড, দেখে নিন নতুন নিয়ম

এক রাষ্ট্র এক রেশন কার্ড লাগু হওয়ার পর দারিদ্র সীমার নীচের মানুষেরা দেশের যে কোনও প্রান্তের যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা ভাইরাস মহামারীর মাঝেই পয়লা জুন অর্থাৎ আগামিকাল থেকে লাগু হতে চলেছে এক রাষ্ট্র এক রেশন কার্ড ৷ প্রথমে ২০টি রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে চালু করা হবে ৷ রেশন কার্ডের সুবিধা বিপিএল কার্ডহোল্ডাররা পেয়ে থাকেন ৷ এক রাষ্ট্র এক রেশন কার্ড লাগু হওয়ার পর দারিদ্র সীমার নীচের মানুষেরা দেশের যে কোনও প্রান্তের যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ দেখে নিন নতুন নিয়ম-

এই যোজনায় পিডিএসের সুবিধাভোগীদের পরিচয় তাদের আধার কার্ডে ইলেক্ট্রনিক পয়েন্ট অফ সেল ডিভাইস থেকে করা হবে ৷ এই যোজনা গোটা দেশে লাগু করার জন্য সমস্ত পিডিএস দোকানে পিওএস মেশিন লাগানো হয়েছে ৷ রাজ্যগুলি যখন সমস্ত পিডিএস দোকানে ১০০ শতাংশ পিওএস মেশিন বসানোর রিপোর্ট দেবে তখন এক রাষ্ট্র এক রেশন কার্ড যোজনায় সামিল করা হবে ৷

এই যোজনা চালু হতেই দেশের যে কোনও রেশন দোকান থেকে রেশন তোলা যাবে কার্ড দেখিয়ে ৷ এর জন্য পুরনো রেশন কার্ড সারেন্ডার করতে হবে না এবং অন্য জায়গায় রেশন কার্ড তৈরি করার দরকার পড়বে না ৷

রেশন কার্ড দুটি ভাষায় জারি করা হবে ৷ একটি স্থানীয় ভাষায় ও অন্যটি ইংরেজি বা হিন্দিতে ৷ রেশন কার্ড হোল্ডাররা ৫ কিলো চাল বা ৩ টাকা কিলো দামে ও গম ২টাকা কিলো দামে মিলবে ৷

Published by:Dolon Chattopadhyay
First published:

Tags: Corona Virus, Lockdown, Modi Government, One Nation One Ration Card