#নয়াদিল্লি: বৃহস্পতিবার অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়েছে ১৭ রাজ্যে ‘এক দেশ এক রেশন কার্ড’ সিস্টেম লাগু করা হয়েছে ৷ এই যোজনার সঙ্গে সম্প্রতি যুক্ত করা হয়েছে উত্তরাখণ্ডের নাম ৷
এক দেশ এক রেশন কার্ড সিস্টেমের জেরে এবার থেকে কার্ড হোল্ডাররা দেশের যে কোনও প্রান্ত থেকে যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ এর জেরে পরিযায়ী শ্রমিকরা অত্যন্ত লাভবান হতে চলেছেন ৷ এই কার্ডটির সুবিধাভোগী ব্যক্তি দেশের যে কোনও প্রান্তে ভর্তুকিযুক্ত খাদ্যশস্য কিনতে পারবেন। এর মূল উদ্দেশ্য হচ্ছে নিশ্চিত করা কোনও দরিদ্রই রেশন ব্যবস্থা থেকে বঞ্চিত না হন। এমনকি, নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় গেলেও যাতে তিনি অনায়াসে রেশনের সুবিধা পেতে পারেন, তা নিশ্চিত করতেই কেন্দ্রীয় সরকার চালু করেছে এই ব্যবস্থা।
যে সমস্ত রাজ্য এই যোজনা চালু করেছে তাদের গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট থেকে অতিরিক্ত ০.২৫ শতাংশ লোন নিতে পারবেন ৷ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই রাজ্যগুলিকে অতিরিক্ত ৩৭৬০০ কোটি টাকা লোন নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।