#নয়াদিল্লি: দেশের দরিদ্র মানুষদের জীবন বীমা পরিষেবা দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা Padhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) ২০১৫ সালে লঞ্চ করেছিল মোদি সরকার ৷ এই যোজনায় পলিসি হোল্ডারের যে কোনও কারণে মৃত্যু হলে পরিবারের সদস্যরা পেয়ে যাবেন বিমার ২ লক্ষ টাকা ৷ এবার করোনা আক্রান্ত হয়ে পলিসি হোল্ডারের মৃত্যু হলে পরিবারের সদস্যরা বিমার ২ লক্ষ টাকা এবার ক্লেম করতে পারবেন বলে জানা গিয়েছে ৷ তবে এর জন্য রয়েছে একটি বিশেষ শর্ত ৷ নমিনি এই টাকা তখনই ক্লেম করতে পারবেন যদি পলিসি ২০২০-২০২১ সালে করানো হয়ে থাকে ৷
দেশের যে কোনও নাগরিক ১৮ থেকে ৫০ বছর (life cover up to age 55)বয়সের মধ্যে এই পলিসি করাতে পারবেন ৷ এই যোজনায় কোনও কারণে মৃত্যু হলে ২ লক্ষ টাকার ক্লেম করা যাবে ৷PMJJBY স্কিম পলিসি হোল্ডারদের ১ বছরের জন্য জুন থেকে মে মাস পর্যন্ত ২ লক্ষ টাকার লাইফ কভার দিয়ে থাকে ৷ এর জন্য বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম দিতে হবে পলিসি হোল্ডারকে ৷ এবং প্রত্যেক বছর পলিসি রিনিউ করতে হবে ৷ এর জন্য পলিসি হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ৷
দেশের দরিদ্র মানুষের বীমা করানোর লক্ষ্যে নিয়ে এই প্রকল্পটি চালু করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আওতায় ২ লক্ষ টাকা বীমার সুবিধা পাওয়া যায়।
তবে বেশ কয়েকটি শর্ত রয়েছে ৷
১.একজন ব্যক্তি কেবলমাত্র একটি বীমা সংস্থা এবং একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত হতে পারে।
২. কোনও কারণে প্রিমিয়াম না দেওয়ার কারণে স্কিমটি বন্ধ হয়ে গেলে, পরে বার্ষিক প্রিমিয়াম দিয়ে এবং নিজের সুস্বাস্থ্যের ডিক্লারেশন দিয়ে স্কিমটি পুনরায় চালু করতে পারবেন ৷
৩. PMJJBY-টাকা ক্লেম করার জন্য নির্দিষ্ট ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে ৷ পলিসি হোল্ডারের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লেমের টাকা পাঠানো হবে ৷
৪. ৫৫ বছর বয়স হওয়ার পরে পলিসি হোল্ডারের বীমা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Covid ১৯, Life Insurance Cover